বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৮:৩২ অপরাহ্ন

গ্লান্ডের ক্যানসার

আরোগ্য হোমিও হল / ৩৪ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪, ৭:৩৬ অপরাহ্ন
হোমিও চিকিৎসায় ক্যানসার আরোগ্য
ক্যানসার বইয়ের সূচি পত্র

গ্লান্ডের ক্যানসার (Cncer of Glands)

হোমিও চিকিৎসায় ক্যানসার আরোগ্য

ডাঃ অরবিন্দ সরকার

কার্সিনোমা হলো দ্রুত বর্ধনশীল টিউমার এবং এরা কখনও অলস থাকেনা এবং স্বভাবতই কখনও আকারে ছোট হয় না। কার্সিনোমার বহু পরিবর্তন ঘটে তবে প্রায়ই এর উৎপত্তিস্থলে ক্ষত সৃষ্টি করে। ক্যানসার উৎপাদনের সঙ্গে লিম্ফ্যাটিক গ্লান্ডের যোগসূত্র এতই নিত্য ঘটনার ব্যাপার যে, এটিকে কার্সিনোমার একটি নিশ্চিত চিহ্ন ধরা হয়ে থাকে। যে যে স্থানে কার্সিনোমা স্বাভাবিক ভাবে আক্রান্ত সে স্থানের গঠনতন্ত্র সংক্রান্ত সম্পর্ক আছে সেই গ্লান্ড সমূহই আক্রান্ত হয়। এইভাবে বক্ষের বা স্তনের আক্রমনের ক্ষেত্রে বগলের প্লান্ড সমূহই আক্রান্ত হয়। টেলি ক্যানসার হলে কুঁচকির স্থানে লিম্ফ্যাটিক সমূহ, আর জিহ্বার ও ঠোঁটের আক্রমন হলে গোর ম্যাক্সিলারী বা गानয়ে গ্লান্ড আক্রান্ত হয়। কতগুলি গ্লান্ডকে আক্রমন করে তার কোন নিরিখ নেই। একটি থেকে পঞ্চাশটির বি-বৃদ্ধি হতে দেখা যায়। এর অবস্থার তারতম্য অনুযায়ী মটর কলাই মত সাইজ থেকে আকরোটের আকারের মত হতে পারে। এতে শক্ত দৃঢ় ফোলা হয়। কখনও নরম হয় ।

বায়ো কম্বিনেশন ২৫

গ্লান্ডের ক্যানসারের চিকিৎসা :-
এ্যাসটেরিয়াস-রিউ, বাডিয়াগা, কার্বো-এ্যানি, কোনিয়াম, সার্সাপেরিলা, ব্রুফেলেরিয়া, সেডাম একরি।

ডাঃ কেন্টের মতে :- অরাম মিউ, কার্বো-এ্যানি, কোনিয়াম ।

ফাটকের মতে :- আরাম মিউ, কাব-এ্যানি, কোনিয়াম ।

ল্যাক্রিমাল গ্লান্ডের :- কার্বো-এ্যানি।

লিম্ফ্যাটিক গ্লান্ড :- আর্স, আর্স-আয়োড।

বগলের গ্লান্ড-কার্বো :- এ্যানি, কোনিয়াম ।

আরও পড়ুন – পিটুইটারি গ্লান্ড ৩X

ব্রোমিয়াম (Bromium) :- নিম্ন চোয়ালের লিফ্যাটিক গ্লান্ড সমূহ পাথরের মত শক্ত হয়, গাত্র বর্ণ ছাই রং এর বা মাটির বর্ণের বৃদ্ধিবৎ দেখতে, শীর্নতা গ্লান্ড সমূহের ফোলা বা শক্তভাব। ব্রোমাইড ৬x ডাইলিউশন ৫ ফোটা প্রতি মাত্রায় ৩ ঘন্টা অন্তর দিতে হবে। নতুন তৈরী ঔষধ দিলে অতি তারাতারি মুক্ত হবে। (ডাঃ চূগা)

কার্বো-এ্যানিম্যালিস (Carbo-Ani) :- গ্লান্ডের উপর ইহার খুব ভাল ফল। যাহা অপরিমিত কঠিন এবং হাইপার ট্রাফয়েড জাতীয়। এই শক্ত বা দৃঢ়তাই এর সার্বিক । স্তনের, ইঙ্গুইনাল ও এক্সিলারী গ্লান্ডের দৃঢ়তা ও শক্ত । (চৌধুরী)।

ক্যালকেরিয়া কার্বনিকাম (Calcaria Carbonicum) :- গ্রান্ডের কঠিন শক্ত অবস্থায় এই ঔষধ আরোগ্য দেয়। আক্রান্ত গ্র্যান্ড এবং দুষ্ট স্ফীতিতে প্রায় একই রকম শক্ত ও দৃঢ়তা দেখা যায়।

করিডালিস-এফ (Corydalis-F) :- বৃদ্ধ মানুষের লিম্ফ্যাটিক গ্লান্ডের ক্যানসারে শক্ত, ফোলা, শুকনা আসে ঢাকা মামরী, দেখা যায় মুখমন্ডলে, উহা ক্যানসার জারমে ভর্তি। এর জন্য টিঞ্চার সুপারিশ করা হয় । (ডাঃ চূগা)।

হোয়াং-নান :- (Hoang-Nan):- গ্লান্ডুলার প্রকৃতির ক্যানসার। ক্যানসারে দূর্গন্ধ রক্তস্রাব। আর্সেনিকের পরে বিশেষ উপকারী। (রোরিক)।

হাইড্রাসটিস (Hydrastis) :- এটি অত্যন্ত প্রশংসাকর। সন্দেহাতীত ভাবে ব্যবহার করা হয় ক্যানসার যখন গ্লান্ডে হয়। আমরা এটা ব্যবহার করি দুভাবেই বাহিরে এবং ভিতরে”। (ডাঃ রুডক)।

আরও পড়ুন – আর ১৯ (পুরুষদের গ্রন্থিগত ভারসাম্যহীনতার ড্রপস)

আয়োডাম (Iodium) :- বিশেষতঃ ঘার এবং মাথার গ্লান্ডের শক্ত বা দৃঢ়তা এবং প্যারাংকাইমেটাস বৃদ্ধি সার্বিক শীর্নতা, সম্পূর্ন দুর্বলতা, বিছানায় শায়িত । চামড়ার কদাকার হলুদ রং, পাকস্থলীর উপর দপদপানি অনুভব। রোগ বৃদ্ধি-বেদনাযুক্ত পাশে শয়নে, চাপে, গরমে এবং তাড়াতাড়ি হাটায়। ঠান্ডায় এবং খাবারে উপশম । (লিলিয়েন্থাল)।

ল্যাপিস-এ্যালবাস (Lapis Albus) :- লিপোমা, সারকোমা, গ্রান্ডুলার এবং ফাইব্রয়েড টিউমার। যে ক্ষেত্রে কার্সিনোমাতে ঘা এখনও হয়নি। (লিলিয়েন্থাল)।

ঘা হওয়ার পূর্বাবস্থার কার্সিনোমা। গ্লান্ড বৃদ্ধি এবং শক্ত যদিও গ্লান্ডে কিছু স্থিতি স্থাপকতা এবং কমলতা থাকে। পাগলের মত শক্ত দৃঢ় অবস্থায় ক্যালকেরিয়া এবং সিষ্টাস বিশেষ উপকারী । চামড়ার সারকোমা, লিপোমা, কার্সিনোমা এবং স্তনের গ্লান্ডুলার শক্ত অবস্থা। (বরিক)।

লিফ্যাটিক গ্লান্ডের বৃদ্ধি অবস্থায় যখন নরম ভিজা ময়দার মত অনুভব এবং নড়ানো যায় । নিম্ন শক্তি সুপারিশ করেন। (ডাঃ চুগা)।

নাইটিকাম এসিডাম (Nitricum Acidum) :- সার- ম্যাক্সীলারী গ্লান্ডের যন্ত্রনা, স্ফীতি, দৃঢ়তা সহ উঁচুভাব অবশেষে স্কিরাস জাতীয় পরিনতি। পাকস্থলীতে জ্বালা বোধ। সিফিলিস ও পারদ ধাতু। মূত্র অত্যন্ত দূর্গন্ধ যুক্ত, ঝাঁঝানি গন্ধ এবং ঘোড়ার প্রস্রাবের মত। মধ্য রাত্রের পর রোগের বৃদ্ধি । (লিলিয়েস্থান)।

আরও পড়ুন – আর ১৯ (পুরুষদের গ্রন্থিগত ভারসাম্যহীনতার ড্রপস)

স্করাস জাতীয় শক্ত, ফোলা এবং যন্ত্রনাযুক্ত সাব- ম্যাক্সীলারী গ্লান্ডের পীড়ায় ব্যবহার্য। (ডাঃ চূগা)।

গ্লান্ডের টিউমার – যন্ত্রনা ফোলা শক্ত অবশেষে ক্ষিরাস জাতীয় পরিনতি। টিউমার এর পর নালী ঘা। টাটানি, যেন কোন সরু চেলা ঢুকিয়ে দেয় বা সুই ঢুকিয়ে দেয় বা গতিতে হয়। (লিলিয়েস্থাল)।

ফাইটোলেকা : (Phytoleccca) :- ফিরাস জাতীয় শক্ত ফোলা গ্লান্ডুলার টিউমার। (ফেন্ট)ভ।

স্কিরাস জাতীয় শক্ত গ্লান্ডুলার টিউমার। ম্যামারী গ্ল্যান্ডের কার্সিনোমা এবং লিপোমা গুলি বিদ্ধের বা বল্লম বিদ্ধের ন্যায় তীব্র যন্ত্রনা।
রোগের বিদ্ধ ঘমের পর, উৎকন্ঠায় এবং শায়িত অবস্থায়। লিলিয়েন্থাল)।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev