শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ১২:০২ অপরাহ্ন

গ্রাফাইটিস (Graphites) চর্ম রোগের কার্যকর

আরোগ্য হোমিও হল / ১৪৮ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২, ৬:৩৩ পূর্বাহ্ন

Graphites
অয়েন্টমেন্ট
চর্ম রোগের জন্য

ভুমিকা : গ্রাফাইটিস একটি জেনেরিক নাম। এটি হোমিওপ্যাথিক অয়েন্টমেন্ট। যা যে কোন প্রকার চর্মরোগে কার্যকর। এটি ইন্ডিয়ান হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া অনুযায়ী প্রস্তুত।

 

উপদান : গ্রাফাইটিস, ভেসলিন, লিকুইড প্যারাফিন, স্ট্যারিক এসিড ইত্যাদি।

কার্যকারিতা : একজিমা, দাউদ, খোস পাঁচড়া এবং অন্যান্য চর্মরোগে কার্যকর। কাটা ঘা এবং পুরাতন ক্ষত ইত্যাদি রোগে খুব ভালভাবে কাজ করে।

আরও পড়ুন – কেন্ট ১৮ (চর্ম রোগে কার্যকর)

ব্যবহার বিধি : শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য। আত্রন্ত স্থানে পরিস্কার করে প্রতিদিন ৩ থেকে ৪ বার ব্যবহার করতে হবে।

পার্শ্ব প্রতিক্রিয়া : কোন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি।

সতর্কতা : আলো বাতাস সুগন্ধ-দুগন্ধ হতে দুরে শিশুদের নাগালের বাইরে ঠান্ডা ও শুস্ক স্থানে রাখুন। ২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করুন।

বায়ো কম্বিনেশন ২৫ (অম্লতা, পেট ফাঁপা ও বদহজম)

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

 


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev