শিশুর গ্রাত্রচর্ম্ম উঠিয়া ক্ষত
পারিবারিক চিকিৎসা থেকে নেওয়া
ডা: এম ভট্রাচার্য্য
শিশুর চামড়া খুব নরম সেই জন্য সামান্য কারণে চামড়া উঠিয়া ক্ষত হয়। ময়লা জামা ব্যবহার, জোরে গা ঘর্ষা প্রভৃতি করণে চমড়া ছিঁড়িয়া গিয়া শিশুর কর্ণ বা ঘাড়, কুঁচকি ও বগলের চর্ম্মস্তরে ফুলিয়া উঠে ও লাল হয় এবং জ্বালা করে ও রস পড়ে। ক্যামোমিলা 6 শক্তি ইহার জন্য উৎকৃষ্ট ঔষধ। যন্ত্রণাদায় ক্ষত ও তাহা হইতে রক্ত নির্গত হইলে, মার্কিউরিয়াস 6 শক্তি উপযোগী। রোগ পূন: পূন: আক্রমণ করিলে – লাইকোপডিয়াম 12 শক্তি প্রযোজ্য।
আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইক – কমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।