ক্যালেন্ডুলা
Calindoula
ক্যাটাগরি – বাংলাদেশ।
প্রস্তুত প্রণালী : হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া অনুযায়ী প্রস্তুত।
জীবাণু নাশক অয়েন্টমেন্ট
ভুমিকা : ক্যালেন্ডুলা একটি জেনেরিক নাম। এটি হোমিপ্যাথিক অয়েন্টমেন্ট। যা কাটা ঘা, ক্ষত এবং পোড়া স্থানে জীবাণু নাশ করে দ্রুত ভালো করে তোলে। এটি ইন্ডিয়ান হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া অনুযায়ী প্রস্তুত।
উপাদান : ক্যালেন্ডলা টিংচার, ভেসলিন, লিকুইড প্যারাফিন, স্ট্যারিক এসিড ইত্যাদি।
কার্যকারিতা : কাটা ঘা, ক্ষত, পোড়া ঘা এবং আঘাত প্রাপ্ত ঘা অতিদ্রæত শুকাতে বা ভালো হওয়ার জন্য ক্যালেন্ডুলা অয়েন্টেমেন্ট অদ্বিতীয়। ক্যালেন্ডুলা মূলত: জীবাণু নাশক হিসেবে কাজ করে।
ব্যাবহার বিধি : শুধু মাত্র বাহ্যিক ব্যবহারের জন্য। আক্রান্ত স্থান পরিস্কার করে প্রতিদিন ৩ থেকে ৪ বার ব্যবহার করতে হবে।
সতর্কতা : আলো বাতাস সুগন্ধ-দুগন্ধ হতে দুরে শিশুদের নাগালের বাইরে ঠান্ডা ও শুস্ক স্থানে রাখুন। ২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করুন।
পার্শ্ব প্রতিক্রিয়া : কোন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি।
আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধার মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইক কমেন্ট করে জানিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি।