ক্যানসার রোগীর লক্ষণ সংগ্রহ
“হোমিও চিকিৎসায় ক্যানসার আরোযার
ডাঃ অরবিন্দ সরকার
ডাঃ জোন্স- ক্যানসার রোগীর রোগ লক্ষণ তাদের অত্যন্ত মূল্যবান উপদেশ প্রদান করেছেন। তিনি বলেছেন ক্যানসার রোগীর চিকিৎসায় রোগীর লক্ষণ সংগ্রহ সম্বন্ধে অতি যত্নশীল হতে হবে। একটি স্বাভাবিক স্বাস্থ্যের তুলনায়, নাড়ীর গতি, চক্ষু ও জিহ্বা ও একটি ক্যানসার রোগীর নাড়ীর গতি, চক্ষু ও জিহ্বা অনেক পরিবর্তন থাকবে সেগুলিকে অবশ্যই চিনতে শিখতে হবে। নাড়ী পরীক্ষা শিক্ষা একটি চিকিৎসকের বড় শিক্ষা, নাড়ী পরীক্ষা করার সময় চিকিৎসকের সমস্ত চিন্তাকে একটি স্থানে সন্নিবিষ্ট করতে হবে, সেটা হলো হাতে অঙ্গুলি স্পর্শে নাড়ীর গতি তারতম্য অনুভব করা, নাড়ী গনণা করে কিছুই বোঝা যাবে না, বুঝতে হবে তার গতির অবস্থা। মনে রাখতে হবে ক্যানসার রোগীর নাড়ী দুর্বল এবং উৎকণ্ঠাযুক্ত বোধ প্রকাশমান, স্বাভাবিক অবস্থা অপেক্ষা একটু দ্রুত। চিকিৎসক রোগীর নাড়ীর গতি দেখে বুঝতে পারবেন তার আভ্যন্তরীন অবস্থা।
যদি তিনি চিকিৎসা শুরু করেন রোগীর নাড়ীর গতি যদি অপেক্ষাকৃত সবল হয় তবে বুঝলেন চিকিৎসকের ঔষধে সঠিক কাজ হয়েছে। একটি সবল মানুষের নাড়ী পূর্ন, শক্তিশালী এবং নিয়মিত এটি মনে রাখতে হবে। নিজে ভালো ভাবে পরীক্ষা না করে কোন মতামত প্রকাশ করবেন না। কোন চিকিৎসকের রোগ নির্ণয় এবং ভাবীফল নির্ণয়ে প্রভাবিত হবেন না, রোগীর প্রতি নিষ্ঠাবান, সততা অবশ্যই থাকতে হবে, সযত্নে পরীক্ষা পূর্বক রোগীকে বলুন এটি কি রোগ এবং আপনি কতদুর কি করতে পারবেন, যদি মনে করেন যে আরোগ্য করতে পারবেন না তাদের সে কথা জানান, কিন্তু প্রতারনা করবেন না। আপনাকে প্রথমেই রোগীর জীবনীশক্তির অবস্থা জ্ঞাত হতে হবে, রোগীর উন্নতি হলে নাড়ী সবল হবে, জিহ্বা অপেক্ষাকৃত পরিষ্কার হবে, রোগীর হজম ক্রিয়া ভাল হবে। চোখের হলদে সবজেটে ভাব আস্তে আস্তে কমে যাবে।
রোগীর ওজন কমতে থাকলে এবং দেহ শুকিয়ে যেতে থাকলে, জিহ্বায় হলদে বা সাদা কোটিং দেখলে, চোখের সাদা অংশ (Pearlytint) মুক্তা বর্ণের মত ঘোলাটে আভা সহ সবুজাভ হলুদে রং ইত্যাদি থাকলে রোগীর আভ্যন্তরীণ বিশৃঙ্খলার পরিচায়ক। রোগীর চোখ মুখ, জিহ্বা নাড়ী বলে দেবে রোগীর আভ্যন্তরীন অবস্থা, রোগীর খাদ্য পরিপাক হচ্ছে কিনা? যদি হজম ক্রিয়া ভাল না হয় তা হলে ভাল রক্ত তৈরী হবে না। রোগীর নাড়ীই বলে দেবে জীবনীশক্তি সবল অথবা দুর্বল । অতএব সযত্নে চুক্ষু, জিহ্বা, নাড়ী পরীক্ষা দ্বারা আপনি একটা রোগের গতি প্রকৃতি ধারণা করে নিতে পারবেন।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।