ক্যানসার চিকিৎসার বিরোধ :
“হোমিও চিকিৎসায় ক্যানসার আরোগ্য”
ডাঃ অরবিন্দ সরকার
প্রকৃতিক কারণে জীবনী শক্তির বিশৃঙ্খলা শুরু হলেই মানব দেহে রোগের সৃষ্টি হয়। জীবনী শক্তি দুর্বল থেকে দুর্বল হতে থাকে। জীবনী শক্তি যতক্ষণ সুষ্ঠু সবল থাকে ততক্ষণ কোন প্রকার রোগ সৃষ্টি হতে পারেনা। ক্যানসার রোগের বেলায় জীবনী শক্তি আরও অধিক দুর্বল হয়ে পড়ে। এমন অনেক চিকিৎসক আছেন যাঁরা ক্যানসার চিকিৎসক বলে কথিত তারা শুধু ক্যানসার রোগ নির্ণয়ে সক্ষম, তারা রোগীকে অপারেশন, রেডিয়াম থেরাপী বা কোমোথেরাপী দিতে পরামর্শ দেন। তিনিই হবেন সেই বিষয়ে বিশেষজ্ঞ যিনি শুধু রোগ নির্ণয়ে সুদক্ষ হবেন না, ঔষধের দ্বারা রোগীকে কৃতকার্যতার সঙ্গে চিকিৎসা করতেও সক্ষম হবেন।
অপারেশন, কোমোথেরাপী ও রেডিয়াম থেরাণী শরীরের সুস্থ টিস্যুকে ক্ষতিগ্রস্থ করে জীবনী শক্তিকে আরও দুর্বল থেকে দুর্বলতর করে দেয়। কিন্তু জীবনী শক্তির ক্ষীনতা যখন দেখা যায় তখন রোগ খুবই কার্যকরীভাবে রোগীকে আক্রমন করে।
ডাঃ জোন্স সার্জারী সম্বন্ধে বলেছেন-Dr. Wash Dr. Thomas, W. Cook এরা লন্ডনের ক্যানসার দলপিটালের Dr. James Wood লন্ডনের রয়াল করেজের চিকিৎসক; Sir, James poget ইংল্যান্ডের ইংল্যান্ডের খ্যাতনামা চিকিৎসক এদের সকলের মত তুলে ধরেছেন। এরা সকলেই বলেছেন অপারেশন দ্বারা ক্যানসার রোগকে আরোগ্য করা, অপারেশনের পর রোগ বৃদ্ধি পাবে এমন কি, দ্রুত অবগতি বটে মৃত্যুর দিকে এগিয়ে যাবে। ডাঃ জোল আরও প্রমাণ যে ছয় বছরে ২০০ শত রোগীর X- Ray প্রয়োগের পর ভার নজরে এসেছে তাতে দেখেছেন X- Ray প্রয়োগের আগে রোগীর যে অবস্থা ছিল X- Ray প্রয়োগের পর তা থেকে অনেক বেড়ে
গেছে।
Dr. Smal page – X- Ray and Radium treatment সম্বন্ধে বলেছেন এতে অনেক সময় কাজ হয় আবার বহুক্ষেত্রে স্থায়ী কাজ হয় না। এ সম্বন্ধে বিস্তারিতভাবে যা লিখেছেন তাতে বোঝাতে চেয়েছেন যে X-Ray & Radium চিকিৎসা কিছু কিছু ক্ষেত্রে উপকার দেখালেও রক্ত মধ্যে ও পূজ মধ্যে যে বিক্ৰীয়া ঘটে থাকে আগে থেকেই যার ফল পরিবর্তি রূপে ক্যানসারে সৃষ্টি হয় সেটাকে বন্ধ করতে তো X-Ray এবং Radium চিকিৎসার দ্বারা সম্ভব নয়।
Dr. J. Benedict D. Castro বলছেন When an ill-fated Cancer patient comes to a homeopath he may have lost most of his wealth, health and Organ.
ক্ষীণ থেকে ক্ষীণতর জীবনী শক্তি সম্পন্ন এই সকল রোগীদের সুস্থ ও সবল করে তোলা বড়ই কষ্টকর। ডাঃ জোস বলেছেন যেসব ক্যানসার রোগীদের কোন আচকিৎসার অন্যপন্থার চিকিৎসার আগে চিকিৎসার সুযোগ পেয়েছি তাদের মধ্যে শতকরা ৯৫ জনকে আরোগ্য করেছি। বহু চিকি ক্যানসার বিষকে ধ্বংস করার জন্য নানা শক্তির বিষাক্ত প্রয়োগ করেন কিন্তু তারা এটা চিন্তা করেনা এই সব বিষাক্ত জীবনী শক্তিকে অত্যন্ত দুর্বল করে ফেলে। ফলে ক্যানসার আরোগ্য করা সাধ্যের বাইরে চলে যায়। সর্বপরি ক্যানসার স্থানীয় রোগ নহে ইহা সার্বদৈহিক রোগ কাজেই ক্যানসার রোগীর শরীরে স্থানীয়ভাবে অস্ত্রপ্রচার করে রোগীকে দুর্বল করার প্রশ্নই উঠেনা। কারণ যার পরিনতিতে রোগীকে তাড়াতাড়ি মৃত্যুর দিকে এগিয়ে নেয়।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।