ক্যানসার ইমিউনিটি
“হোমিও চিকিৎসায় ক্যানসার আরোগ্য”
ডাঃ অরবিন্দ সরকার
ক্যানসার ইমিউনিটি : ইমিউনিটি সম্বন্ধে অনেক তথ্যই আমাদের অজানা ছিল। অঞ্চল আমরা জানতাম না যে, শরীরের নিজস্ব একটা প্রতিরোধ ক্ষমাত্রা আছে। যাকে বলে অটোইমিউনিটি (autoimmunity)। অাড়া বাইরে থেকেও সম-পরিমাণ অনাক্রম্যতা অর্জন করতে পারে আইসোইমিউনিটি (Iso-immunity)। যখন কোন সুস্থ মানুষের শরীরে কোন ক্যানসার কোষ জুড়ে দেওয়া হয়, ক্যানসার কোষ আড়াতাড়ি মিলিয়ে যায়। কিন্তু যার দেহে ক্যানসার হয়েছে অর দেহে ঐ কোষ জুড়ে দিলে বহাল তবিয়তে ও স্থায়ীভাবে বাড়তে পারে তার স্বভাব ধর্ম অনুযায়ী । স্বভাবতই আক্রমণের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে কমে আসে। আবার এমনও হতে দেখা গেছে শরীরের কিছু কিছু দুষ্ট কোষ জমতে পারে কিন্তু তারা খোলাখুলিভাবে ক্যানসার সৃষ্টি করতে পারেনা। বরং দূরীভূত বা ধ্বংস প্রাপ্ত হয়। সুস্থদেহে দুষ্ট টিউমার জুরে দিসে বা ক্যানসার কোষ জুরে দিলে সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে বার, কিন্তু ক্যানসার যুক্ত দেহে জুরে দিলে বৃদ্ধি পেতে থাকে।
এই সব সর্বাধুনিক বৈজ্ঞানিক তথ্য থেকে এটাই প্রমাণিত হয় মানুষের দেহে যে প্রাকৃতিক প্রতিরোধ শক্তি আছে সেটাকে যদি অসদৃশ বিধানের চিকিৎসায় দুর্বল করে না দেওয়া হয় এবং সদৃশ্য চিকিৎসায় শক্তিশালী করা হয় তবে ক্যান্সার বা যে কোন ব্যাধিকে প্রতিরোধ করতে পারে ( গ্রন্থকার)। ভবিষ্যতে এমন একদিন আসতে পারে, যখন কোন বস্তু বা রাসায়নিক পদার্থ বা ই (এক ধরনের ক্যানসারে এক এক ধরনের হতে পারে) ক্যানসার কোষ ও তার পারিপার্শ্বিকতাকে মানুষের স্বার্থে পারা যাবে, মানুষের নিজের শরীরই প্রভাবান্বিত করতে ক্যানসারের আক্রমণের বিরুদ্ধে লড়াই এ জয়ী হবে। ক্যানসার মানুষকে আক্রমণ করলেও কিছুই করতে পারবে না। এই তথ্য দ্বারা হোমিওপ্যাথিক চিকিৎসা দ্বারা প্রতিরোধ শক্তি বৃদ্ধি ও আরোগ্য দানকেই সমর্থন করা হয়েছে ।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।