বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৪৪ অপরাহ্ন

ক্যানসারের ইতিহাস

আরোগ্য হোমিও হল / ২২ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ১২:০৪ পূর্বাহ্ন
হোমিও চিকিৎসায় ক্যানসার আরোগ্য
ক্যানসার বইয়ের সূচি পত্র

ক্যানসারের ইতিহাস

“হোমিও চিকিৎসায় ক্যানসার আরোগ্য”

ডাঃ অরবিন্দ সরকার

১৯৩২ সালে রবীন্দ্র পুরুস্কার প্রাপ্ত তার ডাঃ অমীয় কুমার হাটি প্রণীত ক্যানসার নামক পুস্তক থেকে সংগ্রহ তুলে দেওয়া হলো। ক্যানসার, কর্কট রোগ নামটাই একটা ভয়ঙ্কার আতঙ্ক সৃষ্টিকারী যেন মৃত্যু পরোয়ানা চোখের সমানে ভাসে। ক্যানসার শব্দটি ভরতীয় শব্দ না হলেও এই শব্দটার সঙ্গে সকলে পরিচিত। এই শব্দ এসেছে ল্যাটিন শব্দ ক্যানসারাম  (Cancarum) থেকে। যার গ্রীক প্রতিশব্দ কাঁকড়া। সংস্কৃত বলে কর্কট (Cancarum=Catb=কর্ক = কাঁকড়া)। খৃষ্ট জন্মের আনুমানিক ৬০০ বৎসর আগে ভারতের সর্ব কালের মহান চিকিৎসক সশ্রত সংহিতায় এমনি একটি অসুখের বর্ননা দিয়েছেন যা পরে পবেষনা বৃদ্ধ কর্কটরোগ বলে মনে করেছেন। হিপোক্রেটিস (Hpocratis Heraclide খৃষ্ট ৪৬০-৩৭০) গ্রীক দেশের চিকিৎসক। তিনি পর্শ্চাত্য চিকিৎসা বিদ্যার জনক। তিনি ক্যানসার রোগের বিশদভাবে বর্ননা করে গেছেন।

বায়ো কম্বিনেশন ২৫

তিনি অবশ্য নামকরন করে ছিলেন কর্কিনস (Karkinos) ক্যানসার কে ইংরেজীতে Carcinoma) ও বলা হয়। গ্রীক শব্দ কর্কিনোমা (Karkinoma)  এসেছে কর্কিনস শব্দ থেকে যার অর্থ কাঁকড়া। ক্যানসার সম্পকীয় বিজ্ঞানকে অনকোলজিও (Oncology) বলে এটি গ্রীক শব্দ ভান্ডা থেকে নেওয়া। মিশরের কোন কোন মমীর শরীরে (৩৫০০ বছর আগে) ক্যানসারের অস্তিত্ব ধরা পড়েছে। সুতরাং বহুকাল থেকেই এর ভয়াবহতা জানা ছিল। সত্যি সত্যি কাঁকড়ার মত ছড়িয়ে পড়ে যেন অনেক দাড়া নিয়ে দেহের নানা জায়গায়, মাংস, চামড়া, হাড়, মজ্জায় বিচিত্র উপয়ে বিভিন্ন ভাবে ধবংসলীলায় মেতে উঠে এবং মৃত্যু ঘটাবার এক করাল সমবোহ বৃষ্টি করে। আজকাল সংক্রমক রোগে মৃত্যুর হার অনেক দেশে কমে গেলেও ক্যানসার রোগ থেকে মুত্যর হার মনেনি। উধারণ দিয়ে বলা যাবে শিঙ্গাপুরে এখন মৃত্যুর হার সব থেকে বেশী ক্যানসারে ।

 

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev