বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৬:৫৫ অপরাহ্ন

কেরিকা পেপেয়া Q (অজীর্ণতা ও ক্ষুধা বৃদ্ধি)

আরোগ্য হোমিও হল / ২৪৯ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২, ৭:২৬ পূর্বাহ্ন

কেরিকা পেপেয়া Q
Carica Papaya Q

অজীর্ণতা দূর করে ক্ষুধা বৃদ্ধির জন্য

ভুমিকা : কেরিয়া পেপেয়া একটি জেনেরিক নাম। এটি হোমিওপ্যাথিক টিংচার সিরাপ। যা মূলত শারীরিক অজীর্ণতা দূর করে এবং খাদ্য পরিপাকে সহায়তা করে ও ক্ষুধা বৃদ্ধি কারক হিসেবে কাজ করে।

উপাদান : Fruit Carica Papaya and other natura herbs.

কার্যকারিতা : বদহজম দূর করে খাদ্য পরিপাক সহায়তা করে, ক্ষুধাবৃদ্ধি করে, দুর্বলতা দূর করে। ঘন ঘন মূত্র রেগ, কিডনী বেদনা, ঋতুস্রাব ইত্যাদি লক্ষণে কার্যকরী।

সেবনবিধি : প্রাপ্ত বয়স্ক ২ চামুচ ঔষধ, শিশু ১ চামচ ঔষধ সমান্য পানিসহ ঔষধ অথবা রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।

সর্তকতা : শিশুদের নাগালের বাইরে ঠান্ডা ও শুস্ক স্থানে রাখুন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev