বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:০২ অপরাহ্ন

কেন্ট ৬০ (সার্ভিকাল স্পন্ডাইলোসিসে কার্যকর)

আরোগ্য হোমিও হল / ২০২ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ সোমবার, ১৪ আগস্ট, ২০২৩, ৭:১৩ পূর্বাহ্ন
কেন্ট ৬০ (সার্ভিকাল স্পন্ডাইলোসিসে কার্যকর)

কেন্ট ৬০ (সার্ভিকাল স্পন্ডাইলোসিসে কার্যকর)

ক্যাটাগরি : কম্বিনেশন হোমিওপ্যথিক ঔষধ পকিস্তান।

প্রস্তুতপ্রণালী : কেন্ট ফার্মাকোপিয়া অনুযায়ী প্রস্তুত

কেন্ট ৬০ ঔষধের ব্যবহার : কেন্ট ৬০ সার্ভিকাল স্পন্ডাইলোসিসের চিকিৎসার জন্য ব্যবহাার হয়ে থাকে।

কেন্ট ৬০ ঔষধের কার্যকারিতা : সার্ভিকাল ও স্পন্ডিলোসিস, ঠোঁটে ব্যথার মতো ক্র্যাম্প, টেন্ডন ছোট হয়ে যাওয়া, জোড়ার শক্ততা

কেন্ট ৬০ হোমিওপ্যাথিক ওষুধ মিশ্রণ :

1/ Cimicifuga (সিমিসিফুগা) D4

2/ Cimicifuga (সিমিসিফুগা) D10

3/ Cimicifuga (সিমিসিফুগা) D30

4/ Cimicifuga (সিমিসিফুগা) D200.

5/ Colosynthis (কোলোসিন্থিস) D2

6/ Colosynthis (কোলোসিন্থিস) D10

7/ Colosynthis (কোলোসিন্থিস) D30

8/ Colosynthis (কোলোসিন্থিস) D200. .

9/ Stronfium carbonicum (স্ট্রনফিয়াম কার্বনিকাম)D8

10/ Stronfium carbonicum (স্ট্রনফিয়াম কার্বোনিকাম) D30

11/ Stronfium carbonicum (স্ট্রনফিয়াম কার্বনিকাম) D200

কেন্ট ৬০ ঔষধের লক্ষণ : সার্ভিকালspondylosis ইন্টারভার্টেব্রাল ও নিউরালজিয়া। অস্টিওকন্ড্রোসিস বিশেষ করে মেরুদণ্ডের সার্ভিকাল অঞ্চল জুড়ে। উপরের অংশের মেরুদণ্ড খুব সংবেদনশীল। ঘাড় ও পিঠে শক্ততা এবং সংকোচন। (সেরিব্রোস্পাইনাল মেনিনজাইটিস)। হাম্বার এবং স্যাক্রাল অঞ্চলজুড়ে ব্যথা। অঙ্গ-প্রত্যঙ্গের অস্থিরতা। অঙ্গে ব্যথা ও পেশী ব্যথা। ঠোঁটের ক্র্যাম্পে ব্যথা । জোড়ার দৃঢ়তা ও টেন্ডন ছোট হয়ে যাওয়া। পেশী সংকোচন বোধ। হাড়ের স্নেহ। চলাচলা ফেরায় অসুবিধা হয়।

কেন্ট ৬০ ঔষধ সেবন বিধি : ১৫ ফোঁটা ঔষধ একঢোক সমপরিমান পানির সাথে শিশিয়ে প্রতিদিন সকাল-দুপুর-রাত (৩ বার) সেবন করতে হবে। শিশুরা ৭/৮ ফোঁটা করে প্রতিদিন ৩ বার সেবন করতে হবে। অথবা রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে সবন করুন।

বিশেষে দ্রষ্টব্য : চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন ঔষধ খাবেন না এতে শারীরিক ও মানুষিক ক্ষতি হতে পারে। ঔষধ সেবনে পুর্বে একজন রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ। লক্ষণগুলি অব্যাহত থাকলে, আপনার চিকিত্সকের সাথে পরামর্শ করুন।

বিশেষ সর্তকর্তা : গর্ভবতী মহিলারা রেজিষ্টর্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধ সেবন সম্পন্ন নিষেধ।

পার্শ্বপ্রতিক্রিয়া : কেন্ট ৬০ ঔষধ সেবনে কোন পার্শ্বপ্রতিক্রিয়া নাই।

ঔষধ সংরক্ষণ : সুগন্ধ-দুগন্ধ থেকে দুরে, শীতল ও শুস্ক স্থানে, শিশুদের নাগালের বাহিরে রাখুন।

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইক – কমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev