কেন্ট ৩৩ (রক্তাল্পতা এবং ক্ষুধা হ্রাস)
ক্যাটাগরি : কম্বিনেশন হোমিওপ্যাথিক ঔষধ, পাকিস্তান।
প্রস্তুত প্রণালী : কেন্ট ফার্মাকোপিয়া অনুযায়ী প্রস্তুত।
কেন্ট ৩৩ ঔষধের ব্যবহার : রক্তাল্পতা এবং ক্ষুধা হ্রাসের চিকিৎসার জন্য একটি উত্তম ঔষধ।
কম্বিনেশর হোমিওপ্যাথিক ঔষধ প্রস্তুত
১/ আলফালফা (Alfalfa) D3
২/ আর্সেনিকাম আয়োডাটাম (Ars iod) D3
৩/ চায়না (China) D3
৪/ কোলচিকাম (Colchicum) D3
৫/ লাইকোপোডিয়াম ক্লাভাটাম (Lycopodium) D3
কেন্ট ৩৩ কম্বিনেশন ঔষধের লক্ষণ :
ক/ বিশেষ করে শিশু এবং বয়স্কতের ক্ষুধা বাড়াতে সাহায্য করে এবং হজমশক্তি উন্নত করে।
খ/ শরীরে পুষ্টিকে একীভূত করে।
গ/ তীব্র খাদ্যের প্রভাবের পরে।
গ/ অসুস্থতার পরে রক্তাল্পতায় নির্দেশিত।
ঘ/ দুর্বলতা ও অলসতায় উপকারী।
কেন্ট ৩৩ সেবন বিধি : ১৫ ফোঁটা ঔষধ একঢোক সমপরিমান পানির সাথে শিশিয়ে প্রতিদিন সকাল-দুপুর-রাত (৩ বার) সেবন করতে হবে। শিশুরা ৭/৮ ফোঁটা করে প্রতিদিন ৩ বার সেবন করতে হবে। অথবা রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে সেবন করুন। অবস্থা বুঝে চিকিৎসক তিন ঘন্টা পর পর দিতে পারেন।
বিশেষে দ্রষ্টব্য : চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন ঔষধ খাবেন না এতে শারীরিক ও মানুষিক ক্ষতি হতে পারে। ঔষধ সেবনে পুর্বে একজন রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ। লক্ষণগুলি অব্যাহত থাকলে, আপনার চিকিত্সকের সাথে পরামর্শ করুন।
বিশেষ সর্তকর্তা : গর্ভবতী মহিলারা রেজিষ্টর্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধ সেবন সম্পন্ন নিষেধ।
পার্শ্বপ্রতিক্রিয়া : কেন্ট ৩৩ ঔষধ সেবনে কোন পার্শ্বপ্রতিক্রিয়া নাই।
ঔষধ সংরক্ষণ : সুগন্ধ-দুগন্ধ থেকে দুরে, শীতল ও শুস্ক স্থানে, শিশুদের নাগালের বাহিরে রাখুন।
আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।