বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:০৪ অপরাহ্ন

কেন্ট ১৫ (বাত রোগে কার্যকর)

আরোগ্য হোমিও হল / ২২০ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বুধবার, ৩০ আগস্ট, ২০২৩, ৫:৫৫ অপরাহ্ন
কেন্ট ১৫ (বাত রোগে কার্যকর)

কেন্ট ১৫ (বাত রোগে কার্যকর)

ক্যাটাগরি : কম্বিনেশন হোমিওপ্যাথিক ঔষধ।

প্রস্তুতপ্রণালী : কেন্ট ফার্মাকোপিয়া অনুযায়ী প্রস্তুত, পাকিস্তান।
কেন্ট ১৫ ঔষধের ব্যবহার : বাত রোগের চিকিৎসায় জন্য হোমিওপ্যাথিক ঔষধ

কেন্ট ১৫ ঔষধ মিশ্রণ:

১/ আর্ণিকা মন্টানা(Arnica Mont) D5

২/ ব্রায়োনিয়া এলবাম (Bryonia Alba) D3

৩/ কলচিকাম অটামনেল (Colchicum Autumnale) D4

৪/ ডালকামারা (Dulcamara) D4

৫/ লিথিয়াম কার্ব (Lithium carb) D4

৬/ রাস টক্স (Rhus tox) D3

৭/ রোডোডেন্ড্রন (Rhododendron) D3

৮/ আর্টিকা ইউরেন্স (Urtica urens) D3

৯/ লিডাম প্যালাষ্টার (Ledum Palustre) D3

কেন্ট ১৫ ঔষধের কার্যকারিতা : তীব্র এবং দীর্ঘস্থায়ী মায়ালজিয়া, লুম্বাগো, পেশী স্ট্রেন, রিউম্যাটিক ডায়াথেসিস, বাত, বাত জ্বর, নরম কোষে বাত ইত্যাদি লক্ষণে কার্যকরী।

এ ধরনের আরও ঔষধ জানতে – র‌্যাক্স নং- ১২ (বাতব্যাথা)

কেন্ট ১৫ ঔষধের লক্ষণ :

ক/ বাত, গেঁটে গেঁটে বাত।

খ/ বাতজ্বর

গ/ নরম টিস্যুতে বাত।

ঘ/ রিউম্যাটিক জ্বর, জয়েন্ট গুলোতে ফোলা ও ব্যথা, মাংস পেশীর চাপ।

ঙ/ মাংস পেশীতে ব্যথা, মাংস পেশীতে চাঁবানো ব্যথা।

চ/ তীব্র এবং দীর্ঘস্থায়ী মায়ালজিয়া, লুম্বাগো।

ছ/ রিউম্যাটিক ডায়াথেসিস।

বাত-প্রদাহ হল মূলত অস্থিসন্ধির প্রদাহ যা এক বা একাধিক অস্থি সন্ধিকে আক্রান্ত করে। এটা বিশেষ করে ৫০-৫৫ বছর বা তদূর্ধ্ব বয়সের মানুষের অক্ষমতা মূল কারণ হচ্ছে বাত (আর্থ্রাইটিস)। এটি একটিমাত্র রোগ নয় বরং একই পরিবারভুক্ত অনেকগুলো রোগের সমষ্টি। প্রায় ১০০টি বিভিন্ন ধরনের রোগ নিয়ে সৃষ্টি হয় বাতরোগ। এই রোগ প্রধানত অস্থিসন্ধি আক্রান্ত হলেও হাড়ের প্রদাহ দেখা যায়, ক্ষয় রোগ, লিগামেন্ট ও টেন্ডনের ব্যথা, মাংসপেশীর ব্যথা, মেরুদণ্ডের প্রদাহ, ক্ষয়, আড়ষ্ঠতা এগুলোও বাতরোগের লক্ষণ।

কেন্ট ১৫ ঔষধ সেবন বিধি : ১৫ ফোঁটা ঔষধ একঢোক সমপরিমান পানির সাথে শিশিয়ে প্রতিদিন সকাল-দুপুর-রাত (৩ বার) সেবন করতে হবে। শিশুরা ৭/৮ ফোঁটা করে প্রতিদিন ৩ বার সেবন করতে হবে। অথবা রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে সেবন করুন। অবস্থা বুঝে চিকিৎসক তিন ঘন্টা পর পর দিতে পারেন।

এ ধরনের আরও ঔষধ জানতে – রাস টক্স -৬ (বাত, জ্বর ও কোমর বেদনা)

বিশেষে দ্রষ্টব্য : চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন ঔষধ খাবেন না এতে শারীরিক ও মানুষিক ক্ষতি হতে পারে। ঔষধ সেবনে পুর্বে একজন রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ। লক্ষণগুলি অব্যাহত থাকলে, আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করুন।

বিশেষ সর্তকর্তা : গর্ভবতী মহিলারা রেজিষ্টর্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধ সেবন সম্পন্ন নিষেধ।

পার্শ্বপ্রতিক্রিয়া : কেন্ট ১৫ ঔষধ সেবনে কোন পার্শ্বপ্রতিক্রিয়া নাই।

ঔষধ সংরক্ষণ : সুগন্ধ-দুগন্ধ থেকে দুরে, শীতল ও শুস্ক স্থানে, শিশুদের নাগালের বাহিরে রাখুন।

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev