মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৮ পূর্বাহ্ন
banner

কিডনীর ক্যানসার

আরোগ্য হোমিও হল / ১৯ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪, ৭:১৩ অপরাহ্ন
হোমিও চিকিৎসায় ক্যানসার আরোগ্য
ক্যানসার বইয়ের সূচি পত্র

কিডনীর ক্যানসার (Kidney cancer)

হোমিও চিকিৎসায় ক্যানসার আরোগ্য

ডাঃ অরবিন্দ রসকার

একে বৃক্কের এডিনো কার্সিনোমা বা হাইপার নেফ্রোসা বলে। রোগী কদাচিত এ সমন্ধে অভিযোগ করে। কিডনীর ক্যানসারে প্রস্রাবের পরিমাণ কমে যায়। ঘন ঘন প্রস্রাব করে। কোন কোন ক্ষেত্রে সঠিক লক্ষণ প্রকাশ হয় না। প্রসাবে রক্ত পরে, ব্যথা অনুভব করে ও স্ফীতি হয়। বহুক্ষণ হয়তো মুত্র ত্যাগ করলো না, পরে অণ্প প্রস্রাব ত্যাগ করলো। প্রস্রাবের রাসায়নিক পরীক্ষায় দেখা যায় ইউরিয়ার পরিমাণ কমে যায়। হাতের আঙ্গুল দিয়ে কিডনীর স্থান (Iriscopis Examination)। চাপ দিলে ব্য্যথা বোঝা যাবে। এইগুলি কিডনীর ক্রিয়া হীনতার লক্ষণ। (By Iriscopis Examination)।

বায়ো কম্বিনেশন ২৫

কিডনীর ক্যানসার চিশ্চিত হওয়ার জন্য ৩টি লক্ষণ যাথা –
(১) প্রসাবের সাথে রক্ত পাত।
(২) ব্যথা।
(৩) অনুভব যোগ্য বৃকের স্ফীতি। এক্স-রে, রেট্রোগ্রেড পায়ালোগ্রাফী করে প্রথমবস্থায় রোগ ধরা যায়।

কিডনীর ক্যানসারের চিকিৎসা : চিমাফিলা আমবেলাটা, ফরমিকা রুফা,সলিডাগো ভিরগেরিয়া, ক্রোকাস স্যাটাইভা।

আরও পড়ুন –এন – ২৭ (কিডনীর পাথরের ড্রপস)

ক্রোকাস স্যাটাইভা (Crocus Sative) :- কুপার দিতেন এটির একটি মাত্র মাত্র ডোজ মাত্রা মাদার টিংবার এর কিডনীর ক্যানসার ক্ষেত্রে যাহা আট করাইয়া দিত ক্যানসার এর অগ্রগতি যাহা প্রথামকি অধিকতর খারাপ অবস্থা এবং নত্রুানা সম্পূর্ণ উপশম।

চিমাফিলা আমবেলাটা (Chimaphila Umbellata) :- এটি কিডনীর ক্যানসারে বিশেষ উপযোগী। বগ স্তন যে সকল মহিলাদের তাদের স্তনের ক্যানসারেও আরোগ্য করে।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev