কার্সিনোমা ইউসোফগাস
হোমিও চিকৎসায় ক্যানসার আরোগ্য
ডাঃ অরবিন্দ সরকার
সাধারণ সকলই হয় এডিনোকার্সিনোমা অথবা স্কুয়ামাস ক্যানসার, ক্ষুদ্র কোষের ক্যানসার হয় দুর্বভতর ধরনের।
স্কুয়ামাস ক্যানসা – পশ্চিমা দেশের ৪ জনের স্কুয়ামাস ক্যানসার হয় ১ লক্ষ লোকের মধ্যে, কিন্ত ইরান, দক্ষিণ আফ্রিকা এবং চীনদেশে ১ লক্ষ ২০০ জনের হয়। ইউসোফেগাসের যে কোন অংশে স্কুয়ামাস (Squamous) ক্যানসার হতে পারে পোস্ট ক্রিকয়েড রিজিয়ন এ কার্ডিয়াতে। সাধারণতঃ প্রায় সমস্ত টিউমার ইউসোফেগাস এর নীচে ৩য় অংশের উপরে হয় স্কুয়ামাস ক্যানসার।
Adinocareinoma :- এইটি উৎপান্ন হয় ইউসোফেগাসের চিচের ৩য় অংশে ব্রেষ্ট হইতে ইউসোফেগাস অথবা কার্ডিয়া হইতে পাকস্থী পর্যন্ত। এই টিউমারে লোক সংখ্যা বাতেছে, সম্ভাবনার কারণ হচ্ছে উঁচু সুবিধা গ্যাস্টো ইউসোফেজিয়াল পর্শ্চাদ দিকে প্রবাহ এবং ব্যারেটস ইউসোফেগাস।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।