বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০২:২২ পূর্বাহ্ন

কানের পীড়া

আরোগ্য হোমিও হল / ১৮ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪, ১২:০২ অপরাহ্ন
সূচীপত্র
সূচীপত্র

কানের পীড়া

হোমিওপ্যাথিক মানুসিক রোগ ও যৌন চিকিৎসা

ডা: জে. এন. পাত্র

ডি. এম. এস  (কলকাতা ) ও

ডা: আর. এন. চন্দ্র

এম, ডি হোমিও প্রাপ্তন চিকিৎসক কলকাতা।

 

কানের পীড়া

(১) কানে বহু দিনের পুঁজ।

ঔষধ : বোরাক্স ৩০ (প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য)।

(২) কোনো রকম শিরঃপীড়া আরোগ্যের পর কানে পুঁজ।

ঔষধ : এসিন্থিয়াম ৬ (প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য)।

(৩) কানে পুঁজ হবার কারণে বা খোল জমার জন্য কালা হয়ে পড়া।

ঔষধ : কার্বো-ভেজ ৩০ (প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য)।

(৪) কানে অত্যন্ত দুর্গন্ধযুক্ত পাতলা পুঁজ।

ঔষধ : সাইলিসিয়া ৬ (প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য)।

বায়ো কম্বিনেশন ২৫

(৫) কানে রক্ত মিশ্রিত পুঁজ, তীব্র বেদনা, পুঁজের রঙ হলদে বা হলদে-সবুজ।

ঔষধ : মার্ক-সল ৩০ (প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য)।

(৬) জলের মতো পাতলা দুর্গন্ধযুক্ত পুঁজ, কানে শোঁ শোঁ শব্দ হয়।

ঔষধ : আসাই ৪ (প্রত্যহ সকালে, দুপুরে ওরাত্রে সেব্য)।

(৭) কানে পুরাতন পুঁজ, গ্ল্যাণ্ড ফোলে, রোগী কালা হয়ে যায়।

ঔষধ : আয়োডাম ৩০ (প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য)।

(৭) বহুদিন ধরে পুঁজ পড়ার জন্য রোগী বধির হয়ে পড়ে।

ঔষধ : মার্ক-ডলসিস ২০০ (প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য)।

আরও পড়ুন –  মুলেন অয়েল Q (কর্ণ কিউর)

(৮) কানে বহুদিন ধরে পুঁজ পড়ে।

ঔষধ : টেলিউরিয়ম ৩০ (প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য)।

(৯) কর্ণপটহ ছিদ্র হয়ে পড়ে, কানে হলদে রঙের গাঢ় পুঁজ—সেই সঙ্গে থাকে ভয়ানক মাথা ব্যথা।

ঔষধ : ক্যাপসিকম ২০০ (প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য)।

(১০) কানের ভিতর অনবরত ফোড়া হয় ।

ঔষধ : ক্যালকেরিয়া-পিক্রেটা ৩০ (প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য)।

(১১) টাইফয়েড জ্বরের পর কালা হয়ে পড়া।

ঔষধ : আর্জেন্ট নাইট্রিক ২০০ (প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য)।

(১২) ঠান্ডা লেগে সর্দি ও কানে ব্যথা ঐ ব্যথা গলা পর্যন্ত বিস্তৃত হয়।

ঔষধ : এলিয়ম-সিপা ৩০ (প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য)।

(১৩) কানে ব্যথা, কান কটকটানি, খিটখিটে মেজাজ।

ঔষধ : ক্যামোমিলা ৬ বা ৩০ (প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য)।

(১৪) কানে গুন-গুন শব্দ হয়, কান ফুলেছে এমন মনে হয়।

ঔষধ : ফর্মিকা-রুফা ৩০ (প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য)।

 অরও পড়ুন  –  কেন্ট ৩৬ (কানের সমস্যায় কার্যকর)

(১৫) কানে ছিপি দেওয়া আছে এমন অনুভব।

ঔষধ : এসারাম ৩০ (প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য)।

(১৬) কানে গাড়ি চলার মতো ঝোঁ-ঝোঁ বা গুন-গুন শব্দ।

ঔষধ : চেনোপোডিয়াম অ্যানমেল ৩০ (প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য)।

(১৭) কূর্ণমূলের গ্ল্যান্ড ফোলা, গ্ল্যান্ড শক্ত হওয়া, ভয়ানক বেদনা।

ঔষধ : ট্রাইফোলিয়াম ২০০ (প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য)

(১৮) কানে বিভিন্ন রকমের শব্দ—শোঁ-শোঁ ভোঁ- ভোঁ প্রভৃতি। কানে ভালো শুনতে পায় না।

ঔষধ : কস্টিকাম ২০০ (প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য)।

(১৯) যে-কোনো প্রকারের কান কটকটানি।

ঔষধ : প্ল্যান্টেগো মেজর Q (বাহ্যিক প্রয়োগ। দিনে ৩/৪ বার)।

(২০) কানের মধ্যে একজিমা, ভয়ানক চুলকায়।

ঔষধ : সালফার ৩০ (প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য)।

(২১) কর্ণপীড়ার সঙ্গে দন্তশূল বেদনা।

ঔষধ : প্ল্যান্টেগো মেজর ২০০ (প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য)।

(২১) কানে পুঁজ হবার আগে ভয়ানক বেদনা।

ঔষধ :  হিপার সালফার ৬ বা ৩০ (প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য)।

আরও পুড়ন –  এইচ আর – ৫৯ (কানের ব্যথায় কার্যকর)

(২২) জোরে কথা বললেও মানুষের স্বর শুনতে পায় না, কিন্তু সঙ্গীত স্পষ্ট শুনতে পায়।

ঔষধ : ফসফরাস ৬ (প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য)।

(২৩) কানে গর্জনের মতো শব্দ ও বধিরতা।

ঔষধ : চিনিনম-সল্‌ফ ৩০ (প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য)।

(২৩) কানে কাঠি দেবার কারণে পীড়া।

ঔষধ : আর্ণিকা ৬ বা ৩০ (প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য)।

আরও পড়ুন –  আর ১৯১ (কানের রিং ও গুঞ্জন)

(২৪) কানে বাদ্যধ্বনির মতো শব্দ।

ঔষধ : ট্যানাসিটাম ৩০ (প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য)।

(২৫) হাঁচি হবার সময় কানে কড়াক্ করে শব্দ হয়।

ঔষধ :ব্যারাইটা-মিউর ৩০ (প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য)।

(২৬) মস্তিষ্ক সম্বন্ধীয় পীড়ায় কান দিয়ে রক্তস্রাব হয়।

ঔষধ : সাইকিউটা ৬ (প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য)।

(২৭) বাম কানের বধিরতা।

ঔষধ :  ভিস্কাম-অ্যালবাম ২০০ (প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য)।

 

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev