শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ০১:৩১ অপরাহ্ন

কলিক ফর ড্রপস (শিশুদের যেকোন পেটের পীড়ায় কার্যকর)

আরোগ্য হোমিও হল / ১২৭ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩, ৪:১১ অপরাহ্ন

Colic Far Drops কলিক ফর ড্রপস

শিশুদের যেকোন পেটের পীড়ায় কার্যকর

ক্যাটাগরি : কম্বিনেশন হোমিওপ্যাথিক ঔষধ।

প্রস্তুতকারী : আল নূল মেডিকা (প্রা:) লিমিটেড, লাহোর, পাকিস্তান।

কার্যকারিতা : নবজাতক ও শিশুদের যে কোন পেটের পীড়ায় কলিক ফর ড্রপস কার্যকর।  পেটে ব্যথার সাথে শূল বেদনা, পাকস্থলী সংক্রান্ত অসুস্থতা, বদহজম, পেট ফাঁপা, ঢেকুর উঠা এবং উদগার অজীর্ণ, দন্ত উদগমনের সমস্যায় অত্যান্ত কার্যকরি।

সেবন বিধি : তরুণ রোগের ক্ষেত্রে ১০ ফোঁটা ঔষধ একঢোক পরিমাণমত পানি মিশিয়ে এক ঘন্টা পরপর তারপর কিছুটা উন্নতি হলে ২ ঘন্টা পর পর। কিছু উন্নতি হলে প্রতিদিন সকাল-দুপুর-বৈকাল রাত (তিনবার)  খাবার ১৫ মিনিট আগে সেবন করুণ। পুরাতন রোগের ক্ষেত্রে ১০ ফোঁটা ঔষধ পানিতে মিমিয়ে দুই থেকে ৩ বার খবার ১৫ মিনিট আগে সেবন করতে হবে।

বিশেষ:দ্রষ্টব্য : চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন ঔষধ খাবেন না এতে শারীরিক ও মানুষিক ক্ষতি হতে পারে। ঔষধ সেবনে পুর্বে একজন রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ।

সর্তকতা : বিশেষ করে গর্ভবতী মহিলার ঔষধ খাবার আগে একজন রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্ষে ঔষধ সেবন করবেন।

পার্শ্বপ্রতিক্রিয়া : কলিক ফর  ঔষধ সেবনে কোন পার্শ্বপ্রতিক্রিয়া  আছে বলে জানা নাই।

ঔষধ সংরক্ষণ : সুগন্ধ-দুগন্ধ থেকে দুরে, শীতল ও শুস্ক স্থানে, শিশুদের নাগালের বাহিরে রাখুন।

 

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধার মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev