শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৩ অপরাহ্ন

কম্পন

আরোগ্য হোমিও হল / ১ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৭:৫৫ অপরাহ্ন
পক্ষাঘাত
পক্ষাঘাত

কম্পন

হোমিওপ্যাথিক মানুসিক রোগ ও যৌন চিকিৎসা

ডা: জে. এন. পাত্র

ডি. এম. এস  (কলকাতা ) ও

ডা: আর. এন. চন্দ্র

এম, ডি হোমিও প্রাপ্তন চিকিৎসক কলকাতা।

 

কম্পন

(১) সমস্যা : হাত-পায়ের ভয়ানক কম্পন, শরীর ফুলে পড়ে, জ্বালা থাকে।

সমাধান : ডরিফোরা ৩০ (সকালে ও রাত্রে সেব্য)।

(২) সমস্যা : সারা শরীর কাঁপে।

সমাধান : কোডিনাম ২০০  (সকালে ও রাত্রে সেব্য)।

(৩) শরীর কাঁপে।

সমাধান : এব্রোটেনাম ৩০ (সকালে ও রাত্রে সেব্য)।

(৪)  সমস্যা : লেখকদের আঙুল কাঁপে।

সমাধান : আর্জেন্ট-মেট ২০০ (সকালে ও রাত্রে সেব্য)।

আরও পড়ুন –  এক্স-রে হোমিওপ্যাথি ডাইলেশন ৩০, 200, ১এম, ১০এম, সিএম

(৫) সমস্যা : স্নায়বিক দুর্বলতা জনিত কম্পজ্বরের মতো থর-থর করে কম্পন।

সমাধান : জেল সিমিয়াম ২০০ (সকালে ও রাত্রে সেব্য)।

(৬)  সমস্যা : তান্ডব রোগের মতো কম্পন।

সমাধান : এগারিকাস ২০০ (সকালে ও রাত্রে সেব্য)।

(৭) সমস্যা : লিখতে আরম্ভ করলে ধাক্কা মেরে আঙুল সরিয়ে দেয়।

সমাধান : স্ট্যানম ৩০ (প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য)।

(৮) সমস্যা : রোগীকে দুর্বল মনে হলেও প্রকৃতপক্ষে সে দুর্বল নয়—এমন ব্যক্তির কম্পন

সমাধান :  এসিড-সাল্ফ ৩০ (সকালে, দুপুরে ও রাত্রে সেব্য)।

আরও পড়ুন –  বায়ো কম্বিনেশন ১২ (মাথাব্যথা ও নিদ্রাহীনতা)

(৯) সমস্যা : শরীরের বিভিন্ন স্থানে বিদ্যুৎগতির মতো ধাক্কা অনুভব করে শরীরে প্রবল কম্পন ও ঝাঁকুনি।

সমাধান : ড্যাফনি-ইন্ডিকা ৩০ (প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য) ।

(১০) সমস্যা : শরীরে প্রবল কম্পন ও ঝাঁকুুনি।

সমাধান : স্ত্রীক্‌নিনাম ৩০ (প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য)।

(১১) শরীরের নিন্মাঙ্গ কাঁপে।

সমাধান : জিঙ্কাম মেট ৩০ (প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য)।

(১২)  সমস্যা : চোখের পাতার কম্পন।

সমাধান : এগারিকান ৬ (প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য)।

(১৩) সমস্যা : ঠোঁট কাঁপে।

সমাধান : এগারিকাম ৩০ (প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য)।

বায়ো কম্বিনেশন ২৫

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev