শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ০২:৩৭ অপরাহ্ন

এ্যালকুলী (Alkuli Syrup) মূত্রকারক, লিভার, জন্ডিস ও জ্বর নিবারক

আরোগ্য হোমিও হল / ৯ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ রবিবার, ৬ অক্টোবর, ২০২৪, ১:০৬ অপরাহ্ন
এ্যালকুলী (Alkuli Syrup) মূত্রকারক, লিভার, জন্ডিস ও জ্বর নিবারক
এ্যালকুলী (Alkuli Syrup) মূত্রকারক, লিভার, জন্ডিস ও জ্বর নিবারক

এ্যালকুলী সিরাপ (Alkuli Syrup) মূত্রকারক, লিভারের প্রতিবন্ধকতা, জন্ডিস এবং জ্বর নিবারক।

প্রস্তুত প্রণালী : হামর্দদ।

এ্যালকুলী (Alkuli Syrup) এটি একটি ইউনানি ঔষধ।

কার্যকারিতা : এ্যালকুলী  (Alkuli Syrup) একটি পরিক্ষিত চিনি মুক্ত ও লেবুর স্বাদ যুক্ত ইউনানী ওষুধ। এটি প্রস্তুত করা হয় কাসনী মূল বীজ, গোক্ষুরকাঁটা, খরমুজ বীজ ও মৌরি মূল এবং বীজ দিয়ে।  এ্যালকুলী সিরাপ ইউরিনারী এলকালইনাইজার হিসাবে মূত্রে এসিডের মাত্রা নিয়ন্ত্রনে সাহায্য করে। ইহার ফলে প্রস্রাবকালীন জ্বালা-পোড়া থেকে মুক্তি দেয়। এছাড়াও এ্যালকুলী সিরাপ প্রদাহ দূর করতে এব কিডনী ও মুত্র-থলি হতে বিষাক্ত উপাদান বের করার মাধ্যমে মুত্র-থলি তে পাথর গঠনে বাধা প্রদান করে।

বায়ো কম্বিনেশন ২৫

এ্যালকুলী সিরাপের উপাদান : প্রতি ৫ মিলি সিরাপে রয়েছে –

(১) কাসনী মূল ২৫০ মিগ্রা।

(২) কাসনী বীজ ১২৫ মিগ্রা।

(৩) খরমুজ বীজ ২৫০ মিগ্রা।

(৪) গোক্ষুর কাঁটা ১২৫ মিগ্রা।

(৫) মৌরি মূল ১২৫ মিগ্রা।

(৬) মৌরি বীজ ১২৫ মিগ্রা।

আরও পড়ুন – এইচ আর – ২৭ (লিভার ও জন্ডিস চিকিৎসায় কার্যকর)

রোগ নির্দেশনা :

(ক) জ্বর।

(খ) মূত্রকৃচ্ছ্রতা।

(গ) লিভারের প্রতিবন্ধকতা।

(ঘ) প্রদাহজনিত জন্ডিস।

(ঙ) ঋতুবদ্ধতা।

(চ) কিডনী ও মূত্রথলীর অসার পদার্থ অপসারণে অত্যন্ত কার্যকরী।

আরও পড়ুন – লিভার ক্যানসার

ঔষধ সেবন বিধি : প্রাপ্ত বয়স্ক ব্যাক্তিরা: প্রতিদিন ২২-৪ চা চামচ ২ থেকে ৪ বার সেব্য। অপ্রাপ্ত বয়স্করা : ১ থেকে ২ চামচ প্রতিদিন ২-৪ বার অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করুণ।

পার্শ প্রতিক্রিয়া : নির্ধারিত মাত্রায় (পরিমাণ মতো) সেবনে পার্শ প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি।

সতর্কতা : শিশুদের নাগালের বাহিরে রাখুন।

সংরক্ষণ : আলো-বাতাস থেকে দূরে, ঠান্ডা ও শুস্ক স্থানে রাখুন।

পরিবেশনা : পিইটি বোতলে -৪৫০ মিলি।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev