বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৪:১৪ অপরাহ্ন

এ্যালকুলী–ALKULI মূত্রকারক, প্রতিবন্ধকতা অপসারক ও জ্বর নিবারক

আরোগ্য হোমিও হল / ২১ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ শনিবার, ২ নভেম্বর, ২০২৪, ৭:৩৪ অপরাহ্ন
এ্যালকুলী–ALKULI 
এ্যালকুলী–ALKULI 

এ্যালকুলী–ALKULI  মূত্রকারক, প্রতিবন্ধকতা অপসারক ও জ্বর নিবারক

ক্যাটাগরি : মূত্রতন্ত্র ও কিডনি রোগে কার্যকরী ( ইউনানী ঔষধ)।

ঔষধের বিবরণ দেখুন

এ্যালকুলী (ALKULI)  বুযূরী

কার্যকারিতা : মূত্রকৃচ্ছ্রতা, লিভারের প্রতিবন্ধকতা ও প্রদাহজনিত জন্ডিস, জ্বর, ঋতুবদ্ধতা। এছাড়াও ইহা কিডনী ও মূত্রথলীর অসার পদার্থ অপসারণে অত্যন্ত কার্যকর।

ব্যবহার :  মূত্রকারক, প্রতিবন্ধকতা অপসারক ও জ্বর নিবারক হিসাবে কাজ করে।

প্রস্তত প্রণালী :  এ্যালকুলী (ALKULI) সময়ের পরীক্ষায় উত্তীর্ণ আধুনিক ইউনানী ওষুধ। ইহা কাসনী মূল ও বীজ, গোক্ষুরকাঁটা, মৌরি মূল ও বীজ এবং খরমুজ বীজসহ বিভিন্ন মূল্যবান প্রাকৃতিক ওষুধি উপাদানের সমন্বয়ে প্রস্তুত করা হয়েছে।

বায়ো কম্বিনেশন ২৫

ঔষধের বর্ননা :  এ্যালকুলী (ALKULI) ঔষধটি প্রিবায়োটিক, অ্যান্টিঅক্সিডেন্ট, জ্বর নিবারক ও মূত্রকারক। ইহা লিভার ও কিডনীর ক্ষতিকর পদার্থের বিষক্রিয়া নাশক এবং বর্জ্য পদার্থ অপসারক হিসেবে কাজ করে। এ্যালকুলী (ALKULI)  কিডনী ও লিভার সুরক্ষা করে, প্রদাহ দূর করে এবং দেহের তাপমাত্রা স্বাভাবিক রাখে। এছাড়াও মূত্রস্বল্পতা, মূত্রতন্ত্রের সংক্রমণ, জন্ডিস, হেপাটাইটিস এবং ঋতুবদ্ধতায় অত্যন্ত কার্যকর।

আরও পড়ুন –  অ্যাডাল-৮২ (লিভার টনিক)

উপাদান: প্রতি ৫ মিলি সিরাপে আছে (জলীয় নির্যাস আকারে)-

(1) Cichorium intybus root (কাসনী মূল) ২৫০ মিগ্রা।

(2) Cichorium intybus seed (কাসনী বীজ) ১২৫ মিগ্রা।

(3) Foeniculum vulgare root (মৌরি মূল) ১২৫ মিগ্রা।

(4) Foeniculum vulgare seed (মৌরি বীজ) ১২৫ মিগ্রা।

(5) Cucumis melo seed (খরমুজ বীজ) ২৫০ মিগ্রা।

(6) Tribulus terrestris (গোক্ষুর কাঁটা) ১২৫ মিগ্রা।

আরও পড়ুন –  এন – ২৭ (কিডনীর পাথরের ড্রপস)

ঔষধ সেবনবিধি : প্রাপ্ত বয়স্করা : ২ বা ৪ চা চামচ (১০-২০ মিলি) দৈনিক ২-৪ বার অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।

অপ্রাপ্ত বয়স্করা : ১-২ চা চামচ (৫-১০ মিলি) দৈনিক ২-৪ বার অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।

পার্শ্ব প্রতিক্রিয়া : নির্ধারিত মাত্রায় সেবনে কোন উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া নেই।

বিশেষ সতর্কতা : শিশুদের নাগালের বাইরে রাখুন।

ঔষধ সংরক্ষণ : আলো-বাতাস থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন।

পরিবেশনা : পি ই টি বোতলে ৪৫০ মিলি এবং ১০০ মিলি সিরাপ ও এম্বার বোতলে ২২৫ মিলি সিরাপ।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev