বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৫ অপরাহ্ন

এলুমিনা ৩x (জীবনী শক্তি দুর্বলতা)

আরোগ্য হোমিও হল / ২৪০ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ রবিবার, ৪ জুন, ২০২৩, ৬:৫১ পূর্বাহ্ন

এলুমিনা ৩x
Alumina 3x

উপাদান : এলুমিনিয়াম হাইড্রোক্সইড।

ক্যাটাগিরি : হোমিওপ্যাথিক টাইটুরেশন ঔষধ।

এলুমিনা ৩x  প্রস্তুত প্রাণালী : ইউ.এস. হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া অনুযায়ী প্রস্তুত।

এলুমিনা ৩x এর কার্যকারিতা : পক্ষাঘাতের প্রবনতা, বৃদ্ধ ব্যক্তিদের জীবনীশক্তি দুর্বল, অকাল বার্ধক্য ও তৎসহ পেশীর শক্তিহীনতা, দৌর্বল্য, চর্ম এবং শ্লৈম্মিক ঝিল্লীর শুস্কতা এবং , শির:পীড়া, মলত্যাগে অনীহা, বক্রদৃষ্টি, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি লক্ষণে এলুমিনা ৩x একটি উৎকৃষ্ঠ ঔষধ।

বায়ো কম্বিনেশন ২৫

 

এলুমিনা ৩x এর পার্শ্বপ্রতিক্রিয়া : সঠিক মাত্রায় সেবনে এ পর্যন্ত কোন পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি। তার পরেও যদি কোনরুপ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তা হলে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ গ্রহন করুন।

এলুমিনা ৩x  ভেজষ মিথিস্ক্রিয়া : সঠিক মাত্রায় সেবনে এ ঔষধের এ পর্য্যন্ত কোন ভেজষ মিথিস্ক্রিয়া প্রমান নেই।

আরও পড়ুন – র‌্যাক্স নং- ৩৭ (জীবনী শক্তির দুর্বলতা)

এলুমিনা ৩x  সেবন বিধি : শিশুরা ১টি করে ট্যাবলেট এবং বয়স্কদের জন্য ২টি করে ট্যাবলেট প্রতিদিন (সকাল-দুপুর- বৈকাল-রাত) অথবা রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে সেবন করুণ।

বিশেষ দ্রষ্টব্য : যে কোন ঔষধ নিজে খাওয়া ঠিক নয়। এতে করে শারীরিক ও মানুষিক ক্ষতি হতে পারে। সব সময় একজন রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ।

এলুমিনা ৩x ঔষধ সংরক্ষণ : আলো-বাতাস, সুগন্ধ-দগন্ধ থেকে দুরে শীতল ও শুস্কস্থানে, শিশুদের নাগাল এর বাইরে রাখুন।

উপস্থানা : এম্বার বোতলে ট্যাবলেট আকারে পরিবেশন করা হয়।

2454

 

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধার মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন তা লাইক কমেন্ট করে জানিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি।

 


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev