বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, ০৫:১৮ পূর্বাহ্ন

এন – ৪৩ (ব্রংকাইটিস ও হাঁপানি ড্রপস)

আরোগ্য হোমিও হল / ২৪১ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বুধবার, ২ আগস্ট, ২০২৩, ১:১০ অপরাহ্ন
এন – ৪৩ (ব্রংকাইটিস ও হাঁপানি ড্রপস)

এন – ৪৩ (ব্রংকাইটিস ও হাঁপানি ড্রপস)
Natrum Chlor N – 43 Asthma Drops

ক্যাটাগরি : কম্বিনেশন হোমিওপ্যাথিক ঔষধ।

প্রস্তুতকারী : আল নূর মেডিকা (প্রা: লি: লাহোর, পাকিস্থান।

কার্যকারিতা : ব্রংকিয়াল এ্যাজমা (হাঁপানি) এবং সাসটিক ব্রংকাইটিস রোগে এন – ৪৩ ঔষধ বেশ কার্যকর। এছাড়া ব্রংকিয়াল এ্যাজমায় ধাতুগত চিকিৎসায় এই ঔষধ ব্যবহার করা হয়। এ্যাজমা বা হাঁপানি এমন একটা রোগ যাতে ফুসফুসের ক্ষুদ্র শ্বাসনালী গুলির প্রদাহ জনিত কারণে ফুসফুস অভ্যন্তরে বাতাস প্রবেশ ও ভিতর থেকে বাতাস বের হতে প্রাপ্ত বাঁধা হতে থাকে।

ইহা অতিসংবেদনশীল ব্যাক্তিদের ক্ষেত্রে ঐ ব্যাক্তি জন্য প্রযোজ্য এলার্জেন সমুহ অতি সামান্য কারণ হিসাবে শ্বাস কষ্ট সৃষ্টি করে থাকে। ধুলা, বালি, মাইটস, পুস্পরেনু এমনকি বিশেষ কোন ফুলের গন্ধ ইত্যাদি। হাঁপানি লক্ষণগুলি শ্বাসযন্ত্রের ইনফেকশন পরিণত হতে পারে। ধুমপান, ঠান্ডা বাতাস, ব্যায়াম, অতিরিক্ত পরিশ্রম এবং নানা রকম দুষক পদার্থসমুহ, দমকা হাঁচি, অনিষ্টকর উচ্চ শব্দের কাশি, বিরক্তির শুস্ক কাশি, খিঁচুনী যুক্ত শুস্ক কাঁশি, এ্যাজমাটিক ব্রনকাউটিস, বুকে সাঁইসাঁই শব্দ, ফুসফসে পানি জমাসহ যাবতীয় ব্রংকয়াল এ্যাজমা রোগে ইহা সেবনে দ্রুত উপকার সাধিত হয়।

সেবন বিধি : তরুণ রোগের ক্ষেত্রে ১০ ফোঁটা ঔষধ একঢোক পরিমাণমত পানিতে মিশিয়ে ২ থেকে ৩ বার সেবন খাবার ১৫ মিনিট আগে অথবা খাবার ১৫ মিনিট পরে ঔষধ সেবন করুণ। আরও ভালো ফলাফলের জন্য প্রয়োজনে – Brolax Couch Syrup খেতে পারেন

বিশেষ:দ্রষ্টব্য : চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন ঔষধ খাবেন না এতে শারীরিক ও মানুষিক ক্ষতি হতে পারে। ঔষধ সেবনে পুর্বে একজন রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ।

সর্তকতা : বিশেষ করে গর্ভবতী মহিলার ঔষধ খাবার আগে একজন রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্ষে ঔষধ সেবন করবেন।

পার্শ্বপ্রতিক্রিয়া : এন – ৪৩ ঔষধে কোন পার্শ্বপ্রতিক্রিয়া আছে বলে জানা নাই।

ঔষধ সংরক্ষণ : সুগন্ধ-দুগন্ধ থেকে দুরে, শীতল ও শুস্ক স্থানে, শিশুদের নাগালের বাহিরে রাখুন।

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধার মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev