বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১২ অপরাহ্ন

এন – ৩০ (মাংসপেশী-সন্ধিবাত -স্নায়ুশূল ও সায়টিকায় ব্যহ্যিক ব্যবহৃত)

আরোগ্য হোমিও হল / ১০৬ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বুধবার, ২ আগস্ট, ২০২৩, ৩:৪৩ অপরাহ্ন

এন – ৩০ ( মাংসপেশী ও সন্ধিবাত এবং স্নায়ুশূল ও সায়টিকায় ব্যহ্যিক ব্যবহৃত)

Hypericum N –  30 Universal Oinmet

ক্যাটাগরি : কম্বিনেশন হোমিওপ্যাথিক ঔষধ।

প্রস্তুতকারী : আল নূল মেডিকা (প্রা:) লিমিটেড, লাহোর পাকিস্তান।

কার্যকারিতা : এই মলমটি মাংসপেশী ও অস্থিসন্ধির বাতের জন্য ব্যবহারিত হয়। স্নায়ুশূল এবং কটি স্নায়ুশূল। মেরুদন্ডের অস্থি ও মধ্যবর্তী ডিস্কের অকার্যতা, সন্ধিবাত, অঙ্গচ্ছেনজনিত স্নায়ুশূল, স্টোকজনিত পক্ষঘাত, মুখমন্ডল পক্ষঘাত। অস্থিমুল প্রদাহ, থেতলানো মাংসপেশীতে বিরামহীন বেদনা, মোড়ানো ছোট ফোঁড়া এবং বহুমুখী ফোঁড়ায় বেশ কার্যকরী।

ব্যবহার বিধি : প্রতিদিন ২ থেকে ৩ বার ব্যবহার করবেন।

বিশেষ:দ্রষ্টব্য :  আরও ভালো ফলা ফলের জন্য প্রয়োজনে এন-১১, এন -৭৩, Paraslo Tab খেতে পারেন।

পার্শ্বপ্রতিক্রিয়া : এন – ৩০ হ্যাহিক ব্যবহারে  কোন পার্শ্বপ্রতিক্রিয়া আছে বলে জানা নাই।

ঔষধ সংরক্ষণ : সুগন্ধ-দুগন্ধ থেকে দুরে, শীতল ও শুস্ক স্থানে, শিশুদের নাগালের বাহিরে রাখুন।

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধার মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev