এন – ১১ (রিউমেটিজম বাত ও গেটে বাত রোগে ড্রপস)
ক্যাটাগরি : কম্বিনেশন হোমিওপ্যাথিক ঔষধ।
প্রস্তুতকারী : আল নূর মেডিকা (প্রা:) লিমিটেড, লোহের পাকিস্তান।
কার্যতারিতা : নুতুন এবং পুরাতন রোগীর বাত রোগ, বাতের কারণে মাংস ব্যথা, কটি ব্যথা, গেটে বাত, জয়েন্টে বাত, পিঠ, হাত-পা ও হিপ ব্যথা করে, বাত জনিত ব্যথা, হাটু ব্যথা ও ফোলা, আড়ষ্টতা ও উত্তাপ সন্দিস্থনের আড়ষ্ঠতা, কোমরে ব্যথা রিউমেটিক ডায়াথেসিস, সায়াটিকা, স্তন ডাইলো অর্থারাইটি, স্তন ডাইলোসিস, সেকরোইলিয়ক অর্থারাইটিস ইত্যাদি বাত রোগে সমস্যায় এন – ১১ ঔষধ বেশ কার্যকরী।
সেবন বিধি : তরুণ রোগের ক্ষেত্রে ১০ ফোঁটা ঔষধ একঢোক পরিমাণমত পানিতে মিশিয়ে এক ঘন্টা পর পর সেবন করতে হবে। তার পর কিছু উন্নতি হলে ২ ঘন্টা পর সেবন করতে হবে। আরও কিছুটা উন্নতি হলে দৈনিক ৩ থেকে ৪ বার সেব্য। পুরাতন রোগের ক্ষেত্রে ১০ ফোঁটা ঔষধ একঢোক পানিতে মিশিয়ে ২ থেকে ৩ বার সেবন খাবার ১৫ মিনিট আগে অথবা খাবার ১৫ মিনিট পরে ঔষধ সেবন করুণ।
বিশেষ দ্রষ্টব্য : চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন ঔষধ খাবেন না এতে শারীরিক ও মানুষিক ক্ষতি হতে পারে। ঔষধ সেবনে পুর্বে একজন রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ। আরও ভালো ফলাফলের জন্য Panasol Tab খেতে পারেন।
পার্শ্বপ্রতিক্রিয়া : এন-১০১ ঔষধে কোন পার্শ্বপ্রতিক্রিয়া আছে বলে জানা নাই।
ঔষধ সংরক্ষণ : সুগন্ধ-দুগন্ধ থেকে দুরে, শীতল ও শুস্ক স্থানে, শিশুদের নাগালের বাহিরে রাখুন।
আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধার মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।