বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:০৭ অপরাহ্ন

এন্টিফেভ–ANTIFEV প্রাকৃতিক জ্বর নিবারক

আরোগ্য হোমিও হল / ৯ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ শনিবার, ২ নভেম্বর, ২০২৪, ৭:০৯ অপরাহ্ন
এন্টিফেভ–ANTIFEV
এন্টিফেভ–ANTIFEV

এন্টিফেভ–ANTIFEV প্রাকৃতিক জ্বর নিবারক

ক্যাটাগরি : জ্বর নিবারক (আয়ুর্বেদিক  মেডিসিন)।

ঔষধের বিবরণ দেখুন

এন্টিফেভ (ANTIFEV) অমৃতারিষ্ট।

কার্যকারিতা : জ্বর, লিভার ও প্লীহার বৃদ্ধি, পুরাতন জ্বর।

ব্যবহার :  প্রাকৃতিক জ্বর নিবারক

ঔষধের বর্ণনা : এন্টিফেভ (ANTIFEV) ঔষধটি একটি অনন্য প্রাকৃতিক ওষুধ যা জ্বর নিবারক, মূত্রকারক, স্নিগ্ধকারক, অণুজীবনাশক ও লিভার সুরক্ষাকারক। এন্টিফেভ (ANTIFEV) রক্ত পরিশোধন করে, প্রস্রাবের জ্বালাপোড়া ও মূত্রনালীর বিভিন্ন সংক্রমণ দূর করে। এন্টিফেভ (ANTIFEV) সকল প্রকার জ্বর ও পুরাতন জ্বর উপশম করে। এন্টিফেভ (ANTIFEV) জন্ডিস, লিভার ও প্লীহার বৃদ্ধিজনিত সমস্যায় অত্যন্ত সুফলদায়ক।

বায়ো কম্বিনেশন ২৫

উপাদান : প্রতি ৫ মিলিতে নির্যাস আকারে রয়েছে-

(1) Tinospora cordifolia (গুলঞ্চ) ০.৮২ গ্রাম।

(2) Aegle marmelos (বেল) ১৮.৯৪ মিগ্রা।

(3) Oroxylum indicum (শ্যোনা) ১৮.৯৪ মিগ্রা।

(4) Stereospermum suaveolens bark (পারুল ছাল) ১৮.৯৪ মিগ্রা।

(5) Premna integrifolia bark (গনিয়ারী ছাল) ১৮.৯৪ মিগ্রা।

আরও পড়ুন  – র‌্যাক্স নং- ৬১ (জ্বর)

(6) Uraria lagopoides (চাকুলে) ১৮.৯৪ মিগ্রা।

(7) Desmodium gangeticum (শালপাণি) ১৮.৯৪ মিগ্রা।

(8) Solanum indicum (তিত বেগুন) ১৮.৯৪ মিগ্রা।

(9) Solanum xanthocarpum (কন্টিকারী) ১৮.৯৪ মিগ্রা।

আরও পড়ুন  –  রাস টক্স -৬ (বাত, জ্বর ও কোমর বেদনা)

(10) Tribulus terrestris (গোক্ষুর কাঁটা) ১৮.৯৪ মিগ্রা এবং অন্যান্য উপাদান পরিমাণমত।

ঔষধ সেবনবিধি : ১ বা ২ চা চামচ (৫-১০মিলি) দৈনিক সকালে, দুপরে ও রাত্রে (৩ বার) আহারের পর অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।

পার্শ্ব প্রতিক্রিয়া : নির্ধারিত মাত্রায় সেবনে কোন উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া নেই।

আরও পড়ুন – র‌্যাক্স নং- ৬২ (টাইফয়েড জ্বর)

বিশেষ সতর্কতা : শিশুদের নাগালের বাইরে রাখুন।

ঔষধ সরক্ষণ : আলো-বাতাস থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন।

পরিবেশনা : পি ই টি বোতলে রয়েছে ৪৫০ মিলি সিরাপ।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev