মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০৯:৫৩ পূর্বাহ্ন

এত্রিফল শাহ্তারা–Etrifal Shahtara রক্ত পরিশোধক ও কোষ্ঠকাঠিন্য নিরাময় করে

আরোগ্য হোমিও হল / ৩৪ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪, ৮:১২ অপরাহ্ন
এত্রিফল শাহ্তারা–Etrifal Shahtara
এত্রিফল শাহ্তারা–Etrifal Shahtara

এত্রিফল শাহ্তারা–Etrifal Shahtara রক্ত পরিশোধক ও কোষ্ঠকাঠিন্য নিরাময় করে।

ক্যাটাগরি :  অ্যালার্জি প্রতিরোধক, চর্মরোগের ওষুধ (হামদর্দ ঔষধ)।

ঔষধের বিবরণ দেখুন

এত্রিফল শাহ্তারা (Etrifal Shahtara)।

কার্যকারিতা : রক্ত দূষণ, চুলকানী, কোষ্ঠকাঠিন্য, মাথা ঘোরা, প্রস্রাবের জ্বালা-পোড়া, সিফিলিস ইত্যাদি।

বায়ো কম্বিনেশন ২৫

ব্যবহার :  রক্ত পরিশোধক ও কোষ্ঠকাঠিন্য দূরকারক।

ঔষধের বর্ণনা : এত্রিফল শাহ্তারা (Etrifal Shahtara) ঔষধটি রক্ত পরিশোধন করে এবং রক্ত দূষিত হওয়াঊর কারণে সৃষ্ট বিভিন্ন চর্মরোগ যেমন-চুলকানি, খোস-পাঁচড়া, ফোড়া এবং একজিমা ইত্যাদি নিরাময় করে। এত্রিফল শাহ্তারা (Etrifal Shahtara) কোষ্ঠকাঠিন্য দূর করে। ইহা মূত্রতন্ত্রের সংক্রমণ এবং প্রস্রাবের জ্বালাপোড়া নিরাময়ে অত্যন্ত কার্যকরী ও নিরাপদ ঔষধ।

আরও পড়ুন –  অ্যাডাল-১১ (কোষ্ঠকাঠিন্যে)

উপাদান: প্রতি ৫ গ্রামে আছে-

(1) Terminalia chebula (বড় হরীতকী) ৪৪৮.৫০ মিগ্রা।

(2) Fumaria parviflora (ক্ষেতপাপড়া) ৩২০.৫০ মিগ্রা।

(3) Phyllanthus emblica (আমলকী) ১২৮.০০ মিগ্রা।

(4) Terminalia bellirica (বহেড়া) ১২৮.০০ মিগ্রা।

(5) Cassia angustifolia (সোনাপাতা) ৬৪.০০ মিগ্রা,।

(6) Rosa damascena (গোলাপ ফুল) ৩৮.৫০ মিগ্রা।

(7) Vitis vinifera (মনাক্কা) ৪৪৮.৫০ মিগ্রা ।

আরও পড়ুন –  কেন্ট ১৮ (চর্ম রোগে কার্যকর)

ঔষধ সেবনবিধি : ১ বা ২ চা চামচ দৈনিক সকালে ও রাত্রে আহারের পর অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।

পার্শ্ব প্রতিক্রিয়া : নির্ধারিত মাত্রায় সেবনে কোন উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া নেই।

আরও পড়ুন  –  সিফিলিস রোগে হোমিওপ্যাথি ঔষধ

বিশেষে সতর্কতা : শিশুদের নাগালের বাইরে রাখুন।

ঔষধ সংরক্ষণ : আলো-বাতাস থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন।

পরিবেশনা : প্লাস্টিক কন্টেইনারে ১০০ গ্রাম ঔষধ।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev