শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০১:৪৭ পূর্বাহ্ন

এত্রিফল কাশনীযী – Etrifal Kashn বায়ুনাশক, পাকস্থলীর শক্তিবর্ধক এবং বিরেচক

আরোগ্য হোমিও হল / ২৭ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪, ৭:০৭ অপরাহ্ন
এত্রিফল কাশনীযী

এত্রিফল কাশনীযী – Etrifal Kashn বায়ুনাশক, পাকস্থলীর শক্তিবর্ধক এবং বিরেচক।

এত্রিফল কাশনীযী – Etrifal Kashn

ক্যাটাগরি :  হজমকারক, বায়ুনাশক ও রুচিবর্ধক, ইউনানী ঔষধ।

এত্রিফল কাশনীযী ঔষধের বিবারণ : 

কার্যকারিতা : বায়ুজনিত মাথাব্যথা, চোখ উঠা, কানব্যথা , পেটফাঁপা , রক্ত অর্শ, দীর্ঘমেয়াদী সর্দি, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি।

বায়ো কম্বিনেশন ২৫

ঔষথের  বর্ণরা : এত্রিফল কাশ্নীযী ( Etrifal Kashn) ধনিয়া, আমলকী, হরীতকী ও বহেড়ার সমন্বয়ে প্রস্তুত অনন্য  উপদানে  ইউনানী ওষুধ তৈরি করা হয়ছে।  এত্রিফল কাশনীযী  (Etrifal Kashn) ঔষধটি ব্যথা, কানব্যথা ও কানে শোঁ-শোঁ শব্দজনিত সমস্যায় অত্যান্ত কার্যকরী। এত্রিফল কাশনীযী -(Etrifal Kashn) হজমকারক, বায়ুনাশক, কোষ্ঠ পরিষ্কারক। এছাড়াও এত্রিফল কাশনীযী -(Etrifal Kashn) ঔষধটি রক্ত অর্শ ও চোখ উঠাজনিত সমস্যায় অত্যান্ত কার্যকর।

আরও পড়ুন –  অ্যাডাল-১১ (কোষ্ঠকাঠিন্যে)

উপাদান প্রতি ৫ গ্রামে আছে-:

(১) আমলকী (Phyllanthus emblica) ২০৮.৫০ মিগ্রা।

(২) বড় হরীতকী (Terminalia chebula) ৪১৬.৫০ মিগ্রা।

(৩) জঙ্গী হরীতকী (Terminalia chebula immature) ২০৮.৫০ মিগ্রাম।

(৪) বহেড়া (Terminalia bellirica) ২০৮.৫০ মিগ্রা।

(৫) ধনিয়া (Coriandrum sativum) ২০৮.৫০ মিগ্রা এবং অন্যান্য উপাদান পরিমাণমমত।

আরও পড়ুন – বায়ো কম্বিনেশন ১৭ (পাইলস)

ঔষধ সেবনবিধি : ২ বা ৪ চা চামচ দৈনিক ১ থেকৈ ২ বার রাতে শয়নকালে অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেনকরুণ।

পার্শ্ব প্রতিক্রিয়া : নির্ধারিত মাত্রায় সেবনে কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

বিশেষ সতর্কতা : শিশুদের নাগালের বাইরে রাখুন।

ঔষধ সংরক্ষণ : আলো-বাতাস থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev