বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, ০৪:০৩ পূর্বাহ্ন

এইচ আর – ৯০ (স্মৃতিশক্তি বৃদ্ধিতে কার্যকর)

আরোগ্য হোমিও হল / ১৪১ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩, ৩:৫৪ অপরাহ্ন

এইচ আর – ৯০ (স্মৃতিশক্তি বৃদ্ধিতে কার্যকর)

ক্যাটাগরি : কম্বিনেশন হোমিওপ্যাথিক ঔষধ, পাকিস্তান।

প্রস্তত প্রণালী : এইচআর মাসুদের হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া অনুযায়ী প্রস্তুত।

এইচ আর – ৯০ ঔষধের ব্যবহার : (স্মৃতিশক্তি ক্ষমতা বাড়ানোর জন্য এটি কার্যকরী।

এইচ আর – ৯০ ঔষধের কার্যকারিতা :

ক/ এইচ আর – ৯০ ঔষধের নির্যাস যা খাদ্যকে আপনার মস্তিষ্কে পৌঁছাতে সাহায্য করে এবং ফলস্বরূপ আপনার বুদ্ধিবৃত্তিক ক্ষমতা বৃদ্ধি করে।

খ/ মস্তিষ্কের কোষের পুষ্টি এবং অক্সিজেনেশনের উপর এর প্রভাব রয়েছে,

গ/ এটি মনোযোগ ক্ষমতা এবং মস্তিষ্কের ফাংশন অপ্টিমাইজ করতে সাহায্য করে ইত্যদি।

এইচ আর – ৯০ ঔষধের লক্ষণ :

অ্যাসিডাম ফসফরিকাম (Acidum phosphoricum) : এটি স্মৃতিশক্তি বৃদ্ধি করতে সাহায্য করে এবং গুরুত্বপূর্ণ তরল হ্রাসের কারণে সৃষ্ট দুর্বলতা এবং ক্লান্তি দুর করে।

ব্যারাইটা কার্ব (Baryta carb) :  স্মৃতিশক্তি হ্রাস, মানসিক দুর্বলতা ইত্যাদি।

বাকোপা মনিরি (Bacopa monnieri) : বাকোপা মনিরি বুদ্ধি, চেতনা এবং মানসিক তীক্ষ্ণতা উন্নত করতে সাহায্য করে। মনকে শান্ত রাখে এবং শিথিলতা রাখে – মস্তিষ্কের কোষগুলিতে প্রোটিন সংশ্লেষণ এবং কার্যকলাপ বৃদ্ধি করতে সাহায্য করে। সামগ্রিক স্নায়ুতন্ত্রের স্বাস্থ্যে গঠনে সহায়তা করে। মানসিক ক্লান্তির সাথে সম্পর্কিত উপসর্গগুলি উপশম করতে সহায়তা করে।

জিঙ্কগো বিলোবা (Ginkgo Biloba) : সেরিব্রাল ভাস্কুলার অপ্রতুলতা যেমন – ভার্টিগো, মাথাব্যথা, মাইগ্রেন এবং ইস্কিমিয়ার জন্য। মানসিক কর্মক্ষমতা এবং মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে।
স্মৃতিশক্তি হ্রাস, ডিমেনশিয়া ইত্যাদি রোগ প্রতিরোধ করে।

জিঙ্কাম সালফিউরিকাম (Zincum sulphuricum): প্রলাপ, স্নায়বিক উদ্বেগ এবং বিষণ্নতা. মাথাব্যথার সময় ভয়ঙ্কর দৃষ্টি ইত্যাদি।

 এন – ৫৩ (ব্রনের জন্য কার্যকর)

এইচ আর – ৯০ ঔষধ সেবন বিধি : ২০ ফোঁটা ঔষধ একঢোক সমপরিমান পানির সাথে শিশিয়ে প্রতি ৬ ঘন্টা পর পর সেবন করতে হবে। শিশুরা ৫ ফোঁটা ঔষধ একঢোক সমপরিমান পানির সাথে শিশিয়ে প্রতি ৬ ঘন্টা পর পর সেবন করতে হবে। অথবা রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে সেবন করুন।

বিশেষে দ্রষ্টব্য : চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন ঔষধ খাবেন না এতে শারীরিক ও মানুষিক ক্ষতি হতে পারে। ঔষধ সেবনে পুর্বে একজন রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ। লক্ষণগুলি অব্যাহত থাকলে, আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করুন।

বিশেষ সর্তকর্তা : গর্ভবতী মহিলারা রেজিষ্টর্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধ সেবন সম্পন্ন নিষেধ।

পার্শ্বপ্রতিক্রিয়া : এইচআর – ৯০ ঔষধ সেবনে কোন পার্শ্বপ্রতিক্রিয়া জানা নাই।

ঔষধ সংরক্ষণ : সুগন্ধ-দুগন্ধ থেকে দুরে, শীতল ও শুস্ক স্থানে, শিশুদের নাগালের বাহিরে রাখুন।

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev