বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৫৭ অপরাহ্ন

এইচ আর – ৯৮ (অ্যালার্জি, সর্দি, হাঁচি, কাশিতে কার্যকর)

আরোগ্য হোমিও হল / ১০৬ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩, ৩:৫০ অপরাহ্ন
এইচআর - ৯৮ (অ্যালার্জি, সর্দি, হাঁচি, কাশিতে কার্যকর)

এইচ আর – ৯৮ (অ্যালার্জি, সর্দি, হাঁচি, কাশিতে কার্যকর)

ক্যাটাগরি : কম্বিনেশন হোমিওপ্যাথিক ঔষধ/ পাকিস্তান।

প্রস্তত প্রণালী : এইচ আর মাসুদ/ হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া অনুযায়ী প্রস্তুত।

কার্যকারিতা : মৌসুমি অ্যালার্জি, সর্দি, হাঁচি, কাশি, সর্দির কারণে মিউকাস মেমব্রেনে কার্যকরী।

আরও জানতে ক্লিক করুণ – কেন্ট ১৮ (চর্ম রোগে কার্যকর)

এইচ আর – ৯৮ ঔষধের লক্ষণ :

ইউফ্রেশিয়া অফিসিয়ালিস (Euphrasia Officinalis) – প্রচন্ড সাবলীল কোরিজা, সহিংস কাশি এবং প্রচুর কফ। অসিমাম গর্ভগৃহ: ক্যাম্পেন, ইউজেনল এবং সিনেওলের মতো যৌগের উপস্থিতি, ওসিমাম স্যাক্টাম শ্বাসযন্ত্রের ভাইরাল, ব্যাকটেরিয়া এবং ছত্রাকজনিত সংক্রমণ নিরাময় করে।

আরও জানতে ক্লিক করুণ –কেন্ট ৬৪ (জ্বর ও কাশিতে কার্যকর)

নেট্রাম মিউরিয়েটিকাম (Natrum Muriaticum) – হিংস্র, সাবলীল কোরিজা, ইহা এক থেকে তিন দিন স্থায়ী হয়, তারপর নাক বন্ধ হয়ে যায়, শ্বাস নিতে কষ্ট হয় ইত্যাদি।

স্যাবাডিলা (Sabadila) – নাক দিয়ে পানি পড়ে, স্পাসমোডিক হাঁচি, কোরিজা, সামনের দিকে তীব্র ব্যথা এবং চোখ লাল হয়ে যাওয়া এবং ল্যাক্রিমেশন। প্রচুর জলযুক্ত স্রাব, অনুনাসিক স্রাব ইত্যাদি।

আরও জানতে ক্লিক করুণ – ব্রোলাক্স কফ সিরাপ (নতুন-পুরাতন কাঁশি ও ব্রংকাইটিস)

অসিমাম (Ocimum ) – ক্যাম্পেন, ইউজেনল ও সিনেওলের মতো যৌগের উপস্থিতি, ওসিমাম স্যাক্টাম শ্বাসযন্ত্রের ভাইরাল, ব্যাকটেরিয়া এবং ছত্রাকজনিত সংক্রমণকে নিরাময় করে।

এইচ আর – ৯৮ ঔষধ সেবন বিধি : ২০ ফোঁটা ঔষধ একঢোক সমপরিমান পানির সাথে শিশিয়ে প্রতি ৬ ঘন্টা পর পর সেবন করতে হবে। শিশুরা ৫ ফোঁটা ঔষধ একঢোক সমপরিমান পানির সাথে শিশিয়ে প্রতি ৬ ঘন্টা পর পর সেবন করতে হবে। অথবা রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে সেবন করুন। ৩ মাস চলবে।

আরও জানতে ক্লিক করুণ –এন – ০৯ (কফ ড্রপস)

বিশেষে দ্রষ্টব্য : চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন ঔষধ খাবেন না এতে শারীরিক ও মানুষিক ক্ষতি হতে পারে। ঔষধ সেবনে পুর্বে একজন রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ। লক্ষণগুলি অব্যাহত থাকলে, আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করুন।

বিশেষ সর্তকর্তা : গর্ভবতী মহিলারা রেজিষ্টর্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধ সেবন সম্পন্ন নিষেধ।

আরও জানতে ক্লিক করুণ – র‌্যাক্স নং- ১ (সংক্রমণ এবং প্রদাহ)

পার্শ্বপ্রতিক্রিয়া : এইচ আর – ৯৮ ঔষধ সেবনে কোন পার্শ্বপ্রতিক্রিয়া জানা নাই।

ঔষধ সংরক্ষণ : সুগন্ধ-দুগন্ধ থেকে দুরে, শীতল ও শুস্ক স্থানে, শিশুদের নাগালের বাহিরে রাখুন।

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev