বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০২:৩৪ পূর্বাহ্ন

আক্ষেপ বা খেঁচুনি

আরোগ্য হোমিও হল / ২০ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪, ১০:০৬ অপরাহ্ন
সূচীপত্র
সূচীপত্র

আক্ষেপ বা খেঁচুনি

হোমিওপ্যাথিক মানুসিক রোগ যৌন চিকিৎসা

ডা: জে. এন. পাত্র

ডি. এম. এস  (কলকাতা )

ডা: আর. এন. চন্দ্র

এম, ডি হোমিও প্রাপ্তন চিকিৎসক কলকাতা।

 

প্রসবকালে অথবা প্রসবের আগে বা পরে খেঁচুনি দেখা দিতে পারে। এর ফলে রোগিণী অজ্ঞান হয়ে পড়তে পারে। আবার অনেক সময় জ্ঞান ফিরে আসে ও পুরনায় অজ্ঞান হয়। পীড়ারিকে সহজ ও স্বাভাবিক বলে ধরে নেওয়া উচিত নয়। এর ফলে অন্য পীড়ার জন্ম হতে পারে তখন তা রীতিমতো জটিল ও কঠিন হয়ে পড়ে। সুতরাং পীড়াটিকে সুচিকিৎসা দ্বারা নির্মুল করা দরকার।

(১) সমস্যা : রোগিনী আক্ষেপ বা খেুঁচুনি শুরু হয়।

সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন বেলেডোনা ৬। ২ ঘন্টা পর পর সেবন্য।

(২) আক্ষেপের আগে জ্বর ও প্রবল পিপাসা।

সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন একোনাইট ৬। দুই ঘন্টা পর পর সেব্য।

আরও পড়ুন –  শিশুর তড়কা বা খেঁচুনি

(৩) খেঁচুনি সেই সেঙ্গে চটচটে ঠান্ডা ঘাম।

সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন ভিরেট্রাম-ডিরিডি ৬। ২ ঘন্টা পর পর সেব্য।

(৪) সমস্যা : আক্ষেপ পুর্ববতী লক্ষণ পরিলক্ষিত হয়।

সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন হায়োসিয়ামস ৬। ৩ ঘন্টা পর সেব্য।

(৫) সমস্যা : আক্ষেপ বন্ধ হবার পর মাথায় গোলযোগ।

সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন ওপিয়াম ৬। দিনে তিন বার ব্যে

বি.দ্র : আক্ষেপের বিভিন্ন উপসর্গ : মাথা ধরা, কথা জড়িয়ে যাওয়া, তন্দ্রাভাব, হাতে-পায়ে খিল ধরা, উৎকন্ঠা, দৃষ্টিক্ষীণতা, ভয় পাবার মতে চিৎকার করে ওঠা প্রভৃতি।

বায়ো কম্বিনেশন ২৫

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev