বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১০:১৩ অপরাহ্ন

অ্যামেনিয়াম কার্ব ৩x (রোগীর মহুর্ষ অবস্থায় কার্যকরী)

আরোগ্য হোমিও হল / ২৪২ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ শনিবার, ৩ জুন, ২০২৩, ৬:১০ অপরাহ্ন

অ্যামেনিয়াম কার্ব ৩x
Ammonium carb 3x

উপাদান : অ্যামেনিয়াম কার্বোনেট।

ক্যাটাগিরি : হোমিওপ্যাথিক টাইটুরেশন ঔষধ।

অ্যামেনিয়াম কার্ব ৩x প্রস্তুত প্রাণালী : ইউ.এস. হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া অনুযায়ী প্রস্তুত।

অ্যামেনিয়াম কার্ব ৩x এর কার্যকারিতা :অ্যামেনিয়াম কার্ব  একটি দীর্ঘস্থায়ী ও গভীরভাবে ক্রিয়াশীল এন্টিসেরিক ও ধাতুগত ঔষধ। পুন:পুন: অত্যাধিক ঋতুস্রাব হয়, পিপাসা হীন, পানির প্রতি বিরুপভাব, ঘনঘন প্রস্রাব করে, বিষাক্ত স্কার্লেটিনা রোগ, অম্ল যুক্ত রস, গ্রন্থিস্ফীতি, অবসাদ, হার্টের দুর্বলতা, শরীর ভারিবোধ, ঠান্ডা লাগার  প্রবণতাসহ ঘুমের মাঝে শ্বাসরুদ্ধকর অবস্থা, রক্তদূষণ, হিষ্টিরিয়াজনিত লক্ষণ, রাতে নাক বন্ধ হওয়া, নাক দিয়ে রক্তপড়ে, রক্তশূন্য, শরীরের বিভিন্ন প্রদাহ এমনকি তীব্র জাইমেটিক গোলযোগ টাইফয়েড, ডিপথেরিয়া ও স্কারলেট জ্বর, দেহের ক্লান্তি ও রোগীর মুহুর্ষ অবস্থায় এমোন কার্ব জীবন রক্ষাকারী ঔষধ হিসাবে কাজ করে। এ ছাড়াও চিকিৎসকগণ মেটেরিয়া মেডিকা অনুসারে বিভিন্ন লক্ষণে ও রোগে ব্যবহার করেন।

বায়ো কম্বিনেশন ২৫

 

অ্যামেনিয়াম কার্ব ৩x এর পার্শ্বপ্রতিক্রিয়া : সঠিক মাত্রায় সেবনে এ পর্যন্ত কোন পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি। তার পরেও যদি কোনরুপ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তা হলে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ গ্রহন করুন।

অ্যামেনিয়াম কার্ব ৩x  ভেজষ মিথিস্ক্রিয়া : সঠিক মাত্রায় সেবনে এ ঔষধের এ পর্য্যন্ত কোন ভেজষ মিথিস্ক্রিয়া প্রমান নেই।

অ্যামেনিয়াম কার্ব ৩x সেবন বিধি : শিশুরা ১টি করে ট্যাবলেট এবং বয়স্কদের জন্য ২টি করে ট্যাবলেট প্রতিদিন (সকাল-দুপুর- বৈকাল-রাত) অথবা রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে সেবন করুণ।

আরও পড়ুন –  আর ৩ (হার্টের দুর্বলতা, ব্লকেজ)

বিশেষ দ্রষ্টব্য : যে কোন ঔষধ নিজে খাওয়া ঠিক নয়। এতে করে শারীরিক ও মানুষিক ক্ষতি হতে পারে। সব সময় একজন রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ।

অ্যামেনিয়াম কার্ব ৩x ঔষধ সংরক্ষণ : আলো-বাতাস, সুগন্ধ-দগন্ধ থেকে দুরে শীতল ও শুস্কস্থানে, শিশুদের নাগাল এর বাইরে রাখুন।

উপস্থানা : এম্বার বোতলে ট্যাবলেট আকারে পরিবেশন করা হয়।

2454

 

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধার মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন তা লাইক কমেন্ট করে জানিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev