বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৭:৫৪ অপরাহ্ন

অ্যাডাল-৬৬ (রক্ত পরিশোধক)

আরোগ্য হোমিও হল / ১৪৪ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪, ৬:১৬ অপরাহ্ন
অ্যাডেল নং - ৬৬ (রক্ত পরিশোধক)

Adele – 66 (Blood Purifier)।

অ্যাডাল- ৬৬ (রক্ত পরিশোধক)।

আরোগ্য হোমিও হল এ সবাইকে স্বাগতম। আশা করছি, সবাই ভালো আছেন। আজ আমরা এখানে আলোচনা করবো অ্যাডাল নং – ৬৬ (রক্ত পরিশোধক) কম্বিনেশন হোমিওপ্যাথি ঔষধ নিয়ে আজকে জনবো, এটা সবার জানা জরুরী! তো আর কথা নয় – সরাসরি মূল আলোচনায়।

প্রস্তুত প্রাণালী : জার্মান কম্বিনেশন হোমিওপ্যাথি ঔষধ।

ব্যবহার : অ্যাডাল নং -৬৬ টক্সেক্স ড্রপস – বাহ্যিক এবং অভ্যন্তরীণ টক্সিন দূর করে। অ্যালকোহল, রাসায়নিক ওষুধ, ভারী ধাতু অঙ্গ এবং শ্লেম্মা ঝিল্লির এবং মিউকাস মেমব্রেন এবং অঙ্গগুলির সংক্রমণের জন্য উৎপাদিত বাহ্যিক এবং অভ্যন্তরীণ বিষাক্ত পদার্থ অপসারণ করে।

অ্যাডাল – ৬৬ (রক্ত পরিশোধক) লক্ষণ : এটি অন্ত:সত্ত্বা ও বহিরাগত টক্সিন নির্গমনে যা তীব্র এবং দীর্ঘস্থায়ী অসুস্থতার বিকাশ ঘটাতে পারে। এটি সমস্ত বিষাক্ত পদার্থ এনজাইম ও সেলুলার কার্যকলাপ ধ্বংস করে। অ্যালোপ্যাথিক ঔষধ, অ্যালকোহল সেবন, রক্তের সেপটিক অবস্থা, ফোসি, বিপাকীয় বর্জ্য পর্ণ্য এবং ক্যাডমিয়াম, সীসা ও পারদের মতো ভারী ধাতু গুলি অ্যামালগাম ফিলিংয়ে পাওয়া বিষাক্ত পদার্থ অপসারণ করে।

আরও পড়ুন – বায়ো কম্বিনেশন ১ (রক্তশূন্যতা)

অ্যাডাল – ৬৬ (রক্ত পরিশোধক) উপকারিতা : অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে যা এটি ব্রঙ্কাইটিস, এনজাইনা ও টনসিলাইটিস সহ অঙ্গ এবং শ্লেম্মা ঝিল্লির তীব্র সংক্রমণের জন্য আদর্শ করে তোলে। এটি শ্লেম্মা ঝিল্লি, লিফ্ল্যাটিক সিস্টেম ও বিপাককেও উদ্দীপিত করে অথবা প্রাক-ক্যান্সারে উপযোগী। এটি দীর্ঘস্থায়ী ব্যাকটেরিয়া সংক্রমণের রোগীদের জন্যও কার্যকর।

অ্যাডাল – ৬৬ (রক্ত পরিশোধক) এর মুল উপদান :
(১) আর্জেন্টাম নাইট্রিকাম 6x (Argentum nitricum 6x)।
(২) ক্লেমাটিস রেক্টা 6x (Clematis recta 6x)।
(৩) ইচিনেসিয়া 6x (Echinacea 6x)।
(৪) গ্লেকোমা হেডেরেসিয়া 6x (Glechoma hederacea 6x)।
(৫) গ্যালিয়াম এপারিন 6x (Galium aparine 6x)।
(৬) লিডাম পাল 6x (Ledum palustre 6x)।
(৭) ব্রায়োনিয়া ক্রেটিকা 6x (Bryonia cretica 6x)।
(৮) হাইড্রোস্টিস ক্যানাডেসিস 6x (Hydrastis Canadensis 6x)।

আরও পড়ুন – এইচ আর – ৩৩ (রক্তশূন্যতা ও ক্ষুধামন্দায় কার্যকর)

অ্যাডাল – ৬৬ (রক্ত পরিশোধক) ঔষধের কার্যকারিতা :

(ক) আর্জেন্টাম নাইট্রিকাম (Argentum nitricum) : বিভিন্ন উপায়ে সংক্রমণের অভিযোগে সহায়ক হিসাবে কাজ করে। এটি অ্যান্টি-ব্যাকটেরিয়াল হিসাবে কাজ করে, এছাড়াও এটি শরীরকে প্রতিক্রিয়া ও স্বাভাবিক ভাবে শরীরকে নিয়ন্ত্রণ করতে সক্ষম। এটি স্নায়ুর কার্যকারিতা নিয়ন্ত্রণে সাহায়তা করে ও দুর্বলতা, বিষণনতা, মাথা ঘোরা, স্নায়বিক অস্থিরতা এবং ক্লান্তি প্রায়শই মাথাব্যথা বা মাইগ্রেনের বিরুদ্ধে লাড়াই করে।

(খ) ক্লেমাটিস রেক্টা (Clematis recta) : এটি লিল্ফ্যাটিক সিস্টেমকে পূর্ণ ক্ষমতায় কাজ করতে উদ্দীপিত করে, যা বিষাক্ত পদার্থেকে নির্গমনকে উৎসাহিত কারে। এছাড়াও, এটি স্তনের টিউমার, লিল্ফ্যাটিক গ্রন্থি ও গোনাডের সংক্রমণ, এপিডিডাইমাইটিস, আলসেরা ক্রুরিস, একজিমা অথবা হারপিসে কার্যকর। শরীরের তীব্র গন্ধযুক্ত স্রাব অপর্যাপ্ত ডিটক্সিফিকেশনের লক্ষণ থেকে মুক্ত দিতে সহায়তা করে।

(গ) ইচিনেসিয়া (Echinacea) : লিউকোসাইট উৎপাদন ও মেসেনকাইমের অন্যান্য প্রতিক্রিয়াসহ শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে উদ্দীপিত করে। এটি কিডনি এবং অন্ত্রের নির্গমন ক্ষমতা বৃদ্ধি করে, যা বিষাক্ত বিপাকীয় বর্জ্য গুলিকে অপসারণ করে। এছাড়াও সেপ্টিক অবস্থা ও অপোটক্সিনগুলিকে সম্বোধন করে যা ক্যান্সর, প্রাক-ক্যান্সার ও অন্যান্য দীর্ঘস্থায়ী অবস্থার সময় বিকাশিত করে যা শরীরের প্রতিক্রিয়া এবং সঠিকভাবে নিয়ন্ত্রণ করার ক্ষমতাকে ক্ষতিগ্রাস্ত করে।

(গ) গ্লেকোমা হেডেরেসিয়া (Glechoma hederacea) : এটি মেমব্রেন ও ব্রঙ্কিয়াল প্রদাহের সংক্রমণে কার্যকর। এটি শরীরের তরল পরিস্কার করে, যাহার ফলে পরিপাকতন্ত্রকে উদ্দীপিত করে এবং মূত্রশায় কিডনি ও মুত্রনালীর টিস্যুকে ডিটক্সিফাই করেতে মূত্রবর্ধক হিসেবে কাজ করে।

আরও পড়ুন – কেন্ট ৩৩ (রক্তাল্পতা এবং ক্ষুধা হ্রাস)

(ঘ) লিডাম পাল (Ledum Palustre) : এটি একটি মুত্রবর্ধক হিসেবে ইউরোলজিক্যাল পথের মাধ্যমে বিষাক্ত পদার্থের নির্গমন। এটি ক্ষত নিরাময়ে বাধা দিতে পারে। এটি পোকামাকড়রে হুলের প্রতিকার হিসাবে কাজ করে। এ ছাড়াও বাত এবং গাউট, ত্বকের সংক্রমণ, পিস্পল, চুলকানি ডার্মাটাইটিস পুনরুদ্ধারের জন্য কার্যকর।

(ঙ) গ্যালিয়াম এপারিন (Galium aparine) : এটি ইউরোলজিক্যাল ট্র্যাক্টেও মাধ্যমে বিষাক্ত পদার্থেও নির্গমনকে উদ্দীপিত করে। এটি শ্লেম্মা ঝিল্লির অবস্থা এবং লিভারের কার্যকারিতাও উন্নত করে। এছাড়াও এটি নিউমার নিরাময় সহ প্রাক-ক্যান্সারাস এবং ক্যান্সার জনিত পরিস্থিতিতে কার্যকরী।

(চ) হাইড্রোস্টিস ক্যানাডেসিস (Hydrastis Canadensis) : এটি শরীরের সমস্ত মিউকাস মেমব্রেনের চিকিৎসায় সহায়ক। এটি শ্লোম্মা ঝিল্লির দীর্ঘস্থায়ী সংক্রমণের পাশাপাশি প্রাক ক্যান্সারজনিত অবস্থার কারণে ওজন, শক্তি এবং শক্তির চরম ক্ষয়কেও দুর করে।

(ছ) ব্রায়োনিয়া ক্রেটিকা (Bryonia cretica) : এটি দীর্ঘস্থায়ী সংক্রমণে কার্যকরী ও অতি বিষাক্ত বিপাকীয় বর্জ্য পদার্থের দ্রুত নির্গমনকে উদ্দীপিত করে। এটি শুস্ক শ্লেম্মা ঝিল্লি, মেনিনজাইটিস, রাইনাইটিস, ফ্লু, ব্রঙ্কাইটিস, দীর্ঘস্থায়ী ব্রঙ্কিয়াল ইনফেকশন, নিউমোনিয়া, পেরিকার্ডাইটিস, গ্যাস্টোইনটেস্টাইনাল ক্যাটারা, মাম্পস এবং স্কারলেট জ্বরে জন্যও নির্দেশিত।

আরও পড়ুন – কেন্ট ৬২ (নিম্ন রক্তচাপে কার্যকর)

অ্যাডাল নং – ৬৬ ঔষধ সেবন বিধি : প্রাপ্ত বয়স্করা জন্য ১৫ থেকে ২০ ফোঁটা, শিশুরা ৭ থেকে ১০ ফোঁটা ঔষধ ১/৪ কাপ পানিতে মিশিয়ে দিনে ৩ বার অথবা রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে সেবন করতে হবে।

চিকিৎসকের কিছু পরারর্শ : ওষুধ খাওয়ার সময় মুখের কোনো তীব্র গন্ধ যেমন কফি, পেঁয়াজ, শিং, পুদিনা, কর্পূর, রসুন ইত্যাদি এড়িয়ে চলুন। খাবার/পানীয়/অন্য কোনো ওষুধ এবং অ্যালোপ্যাথিক ওষুধের মধ্যে অন্তত আধা ঘণ্টার ব্যবধান রাখুন

শর্তাবলী : কম্বেনেশন হোমিওপ্যাথি ঔষধগুলি সাধারণত লক্ষণে উপর ভিভি করে ব্যবহার করা হয়। মনে রাখবেন হোমিওপ্যাথিক সদৃশ্য বিধান একটি চিকিৎসা ব্যবস্থা, বেশি লক্ষণে সঙ্গে মিলিলে তবেই ব্যবহার যোগ্য। তা না হলে অবস্থার উপর নির্ভর করে ফলাফল পরিবর্তিত হতে পারে।

পার্শ্বপ্রতিক্রিয়া : এই ঔষধ সেবনে কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

সতর্কতা : সুস্ক ও শীতল স্থানে সুগন্ধ-দুগন্ধ, আলো-বাতাস থেকে দুরে, শিশুদের নাগালের বাহিরে রাখুন।

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন।এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যতœবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev