অন্তঃস্বত্তা ও প্রসব বেদনা (Pregnancy & Labour)
বায়োকেমিক রেপার্টরী
ডাঃ আবু হোসেন সরকার।
অন্তঃস্বত্তাকালীন বমন তৎসহ ভূক্ত দ্রব্যের নিঃসরণ—ফেরামফস।
অন্তঃস্বত্তাকালীন ফেনিল ও জলের শ্লেষ্মা—নেট্রামমিউর ।
অন্তঃস্বত্তাকালীন টক টক পিত্তবৎ পদার্থ নিঃসরণ—নেট্রামফস ।
অন্তঃস্বত্তাকালীন সাদা সাদা শ্লেষ্মাযুক্ত—কেলিমিউর ।
অন্তঃস্বত্তাকালীন তিক্ত পদার্থ নিঃসরণ—নেট্রাম সালফ ।
গর্ভবতী স্তন্য দুগ্ধ লবণাক্ত ও সবুজভাব—ক্যালকেরিয়া ফ্লোর,ক্যালকেরিয়া ফস ।
গর্ভবতীর স্তন ফেটে যায়—সাইলিসিয়া।
গর্ভবতীর পায়ে ব্যথা—সাইলিসিয়া ।
গর্ভবতীর ফলস পেইন—কেলি ফস।
গর্ভবতীর ফলস পেইন—মৃদু—কেলি ফস ।
গর্ভবতীর ফলস পেইন আক্ষেপিক—ম্যাগনেসিয়া ফস ।
গর্ভবতীর ফলস পেইন গর্ভস্রাব—কেলি ফস, ম্যাগনেসিয়া ফস ।
সূতিকা জ্বর—কেলিফস, কেলি মিউর।
সূতিকা আক্ষেপ—ম্যাগনেসিয়া ফস ।
প্রসববেদনার সময় পায়ে আক্ষেপ—ম্যাগনেসিয়া ফস ।
প্রসবের পর দুর্বলতা—ক্যালকেরিয়া ফস ।
প্রসবের পর বেদনা—কেলিফস, ম্যাগনেসিয়া ফস ।
গর্ভাবস্থায় বেদনা—ক্যালকেরিয়া ফস।
প্রসবের পর চুল উঠিয়া যায়—নেট্রাম মিউর ।
স্তনের ভিতর শক্ত গাঁট গাঁট—ক্যালকেরিয়া ফ্লোর, সাইলিসিয়া ৷
স্তন প্রকাণ্ড বড় বোধ—ক্যালকেরিয়া ফস ।
স্তনের ভিতর নালী ঘা—সাইলিসিয়া।
স্তনের ভিতর শক্ত ঢ্যালার মত পদার্থ—ক্যালকেরিয়া ফ্লোর, সাইলিসিয়া ।
সূতিকাকালে উন্মাদ রোগ—কেলি ফস ।
সূতিকাকালে স্তনের প্রদাহ—সাইলিসিয়া, ক্যালকেরিয়া সালফ, কেলি মিউর ।
স্তনের প্রদাহ হইতে দুর্গন্ধযুক্ত বাদামী বর্ণের পূঁজ নির্গত—কেলিফস।
প্রসবের পরেই জ্বর—কেলি ফস, কেলি মিউর ।
প্রসবের পরেই পায়ে খিল ধরা—ম্যাগফস ।
গর্ভিনীদের প্রাতকালীন বমন—নেট্রাম মিউর, কেলি মিউর, ফেরাম ফস ।
গর্ভিনীদের থুথু জলের মত—নেট্রাম মিউর ।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।