শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৯:২০ পূর্বাহ্ন

হেলোডার্মা

আরোগ্য হোমিও হল / ১১৬ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২, ৫:২৭ পূর্বাহ্ন

হেলোডার্মা

  Heloderma
চলতি নাম – গিলা মনষ্টার (Gila Monster)

ডা: উইলিয়াম বরিক

এই জানোয়ারটির দংশনের ফলে কম্পনশীল পক্ষঘাত অথবা কশেরুক মজ্জায় ক্ষয় সদৃশ পক্ষঘাত লক্ষণ উৎপন্ন হয়। ইহাতে ধনুষ্টঙ্কারবৎ আক্ষেপ থাকে না। এসিড হাইড্রো অথবা ষ্ট্রিকনিয়ার বহিঃ প্রকাশিত লক্ষণের বিপরীত লক্ষণ দেখা দেয়। এই ঔষধ ইঁদুরের চক্ষুর উপর অদ্ভুত ক্রিয়া প্রকাশ করে। চক্ষুতারকা বড় হইয়া উঠে এবং করীনিকা অস্বচ্ছ হয়। চক্ষুগোলকের এই বহিঃনি:সরণ চক্ষুতারকার পশ্চাৎদিকে রক্তচাপ পড়ার জন্য ঘটিয়া থাকে (বয়েড) হোমিওপ্যাথি মতে, অতীব শীতলতাসহ যাবতীয় রোগে ব্যবহার করা চলে। পশ্চৎ মস্তক হইতে পা পর্যন্ত এবং পা হইতে মস্তক পর্যন্ত শীতলাতর ঢেউ যাতায়াত করে।

 

মস্তক : অতীব অবসন্ন, মনে হয় যেন, ডান দিকে পড়িয়া যাইবে। মনে হয় যেন, মাথার চারিদিকে ঠাণ্ডা ফিতা বাঁধা রহিয়াছে। মনে হয় যেন, ভিতর হইতে ঠাণ্ডা কিছু চাপ দিতেছে। চক্ষুর পাতা ভারি মনে হয়। বেদনা দক্ষিণ কর্ণে আরম্ভ হইয়া মাথার পশ্চাৎভাগ ব্যাপিয়া বাম কর্ণে প্রসারিত হয়।

মুখমণ্ডল : ঠাণ্ডা সড়সড়ানি বোধ, মনে হয় যেন, মুখমণ্ডলের পেশীতে টান ধরিয়াছে।

মুখগহ্বর : ফুসফস ও হৃৎপিণ্ডে ঠাণ্ডাবোধ। হৃৎপিণ্ডে কষ্টকর থম থম শব্দ।

বক্ষদেশ : ফুসফুস এবং হৃৎপিণ্ড ঠাণ্ডাবোধ। হৃৎপিণ্ডের স্পন্দন অতি ধীর।

পৃষ্ঠদেশ : স্কন্ধস্থির উপর দিয়া শীতলতাবোধ। মেরুদণ্ড বরাবর জ্বালা।

হস্ত-পদাদি : অবশতা ও কম্প। হাতের শীতলতা। সর্বাঙ্গীন শীতলাতা। মনে হয় নে, স্পজের উপর দিয়া হাঁটিতেছে এবং পদদ্বয় ফুলিয়া উঠিয়াছে। টলমল করিয়া চলে। মোরগের মত পা ফেলে। চলিবার সময় পা সাধারণের চেয়ে উঁচুতে উঠায় এবং গোড়ালি জোরে ফেলে। বদদ্বয় বরফের মত শীতল অথবা জ্বালারকর। পা ছড়াইলে পেশীর এবং অঙ্গপ্রত্যাঙ্গেও যাতনাল উপশম হয়।

 

জ্বর : শীতে আড়ষ্ট হইয়া যাইবার মত আভ্যন্তরীণ শীত। দেহে বেড়িয়া শীত। শীতের ঢেউ (এবিস ক্যানা, একোন)। স্থানে স্থানে ঠাণ্ডা মেরু প্রদেশের মত ঠাণ্ডা। গাত্রতাপ ৯৬ঁ ডিগ্রীর নীচে নামিয়া যায়। (ক্যাম্ফার)।

সম্বন্ধ : তুলনীয়-ল্যাকারটা-গ্রীন লিজার্ড (চর্মে উদ্ভেদ, জিহশর নীচে স্ফোস্কা। বৃদ্ধি তীক্ষ্ম হইয়া উঠে। গিলিতে কষ্ট হয়। মুখে অবিরত লালা জন্মে। বমি বমিভাব। পেটে ভয়ানক চাপবোধ), ক্যাম্ফার, ল্যাকেসিস।

মাত্রা : ৩০ শক্তি

সমাপ্ত

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইক – কমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।

 


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev