রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৩৯ পূর্বাহ্ন

হেলিয়ান্থাস আননুস-Helianthus Annuus

আরোগ্য হোমিও হল / ১৩৩ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২, ৫:৪৩ পূর্বাহ্ন
মফিনাম-Morphinum
হোমিও বই

হেলিয়ান্থাস আননুস -Helianthus Annuus

(Helianthus Annuus)
চলতি নাম – সুর্যমুখীফল

(Sunfiower)

ডা: উইলিয়াম বরিক

পুরাতন সবিরাম জ্বরের রোগী। সর্দি, কাশি, নাক দিয়া রক্ত পড়া, এবং নাকে পুরু মামড়ি জমা। দক্ষিণ হাঁটুতে বাতের বেদনা। বমন, কাল মল, মুখে গলকোষে শুস্কতা এবং রক্তসঞ্চয়, চর্মের আরক্তিমতা ও উত্তাপ। লক্ষণগুলি উত্তাপে বৃদ্ধিপ্রাপ্ত ও বমনে উপশমিত হয়। প্লীহা রোগের ঔষধ। উদরের উপর বিশেষ ক্রিয়া, বমি বমিভাব ও বমন। মল কালবর্ণ লেপ্টেণ্ড্রা )। মুখ শুস্ক। আর্ণিকা ও ক্যালেণ্ডুলার ন্যায় আঘাতে বাহ্যিক প্রয়োগ করা জলে।

 

সম্পাপ্ত

 

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইক – কমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev