শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ০৭:০০ পূর্বাহ্ন

হেরাক্লিয়ান-ব্রাঙ্গা উরসিনা 

আরোগ্য হোমিও হল / ১১১ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২, ১০:০৮ পূর্বাহ্ন

হেরাক্লিয়ান-ব্রাঙ্গা উরসিনা 
Heracleum-Branca Ursina

চলতি নাম – হগউইড (Hogweed)

ডা: উইলিয়াম বরিক

ইহা একটি মেরুদণ্ডে উত্তেজক ঔষধ, মৃগীরোগের সহিত পেটে ফাঁপ, গেঁটেবাত এবং চর্মরোগ।

মস্তক : ঘুম ঘমভাবের সহিত মাথাধরা, খোলা বাতাসে বেড়াইলে বৃদ্ধি। কাপড় দিয়া বাঁধিয়া রখিলে উপশম। মাথায় অথ্যাধিক তৈলাক্ত ঘর্ম এবং প্রবল চুলকানি। মেদগ্রন্থির বিকার। সবমন শিরঃপীড়া।

পাকস্থলী : বেদনা তৎসহ বমন প্রবৃত্তি। তিক্ত আস্বাদ ও তিক্ত উদ্গার। ক্ষুধার্ত কিন্ত খাইতে পারে না। তলপেট ও প্লীহাতে বেদনা।

মাত্রা : ৩য় শক্তি।

সমাপ্ত

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইক – কমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev