রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৫ পূর্বাহ্ন

হেডিওমা

আরোগ্য হোমিও হল / ১০১ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২, ১১:২৬ পূর্বাহ্ন

হেডিওমা

Hedeoma Pulegioides 

চলতি নাম-পেনিরয়াল (Pennyroyal)

ডা:  উইলিয়াম বরিক

বামাগণের পীড়ায় উপযোগী, সাধারণতঃ ঐ সঙ্গে স্নায়াবিক গোলযোগ থাকে। মূত্রে লাল বালুকা তলানি। মূত্রনলী বরাবর বেদনা। পেটফাঁপাসহ শূলবেদনা। পয়জন ওক বিষাক্ততার প্রতিষেধক (গ্রিণ্ডেলিয়া)।

মস্কক : প্রাতঃকালে মাথায় অপ্রবল ভারবোধ। কাটা ঘায়ের মত বেদনা। দুর্বলতা, মুর্চ্ছাভাব, শুইয়া থাকিলে ভাল থাকে।

পাকস্থলী : পাকস্থলী প্রদাহ। পাকাশয়ে খাদ্যবস্ত গেলেই বেদনা জন্মে। জিহ্বায় পাতলা, শ্বেত বর্ণ ময়লা। বমি বমিভাব।

উদরগহ্বর : স্ফীত, বেদনান্বিত, র্স্পর্শকাতর।

মুত্র : পুনঃপুনঃ মুত্রবেগ, কাটিয়া ফেলার ন্যায় বেদনা। বম মুত্রবহা নলীতে (Urefter) বেদনা। মুত্রগ্রন্থি হইতে মুত্রাধার পর্যন্ত টনপড়া বেদনা। বাম মুত্রগ্রন্থিতে অপ্রবল জ্বালাকর বেদনা। মুত্রাশয় গ্রীবায় জ্বালাকর উত্তেজনার ফলে পুনঃপুনঃ মুত্রবেগ আসে। কয়েক মিটিটের অধিক মুত্রবেগ ধারণ করিতে পারে না, মুত্রত্যাগের পর আরম পায়।

স্ত্রী-জননেন্দ্রিয় : প্রবল পৃষ্ঠ বেদনাসহ নীচের দিকে ঠেলা দেওয়া বেদনা, সামান্য মাত্র নড়াচড়ায় বৃদ্ধি। প্রদার স্রাব , তৎসহ চুলকানি ও জ্বালা ডিম্বোকোষে রক্তসঞ্চয় ও বেদনা, ঠেলামারার মত আক্ষেপিক সঙ্কোচন।

হস্ত-পদাদি : বৃদ্ধাঙ্গুলির সন্ধিতে বেদনা। বেদনা, শীতলাতা এবং আংশিক পক্ষঘাত। মোচড়ান ব্যথা, ঝাঁকি মারা, বেদনা। গোড়ালির শিরায় বেদনা, যেন মচকিয়া ফুলিয়া গিয়াছে, হাঁটিতে কষ্ট।

সম্বন্ধ : তুলনীয়-মেন্থা, সিপিয়া, লিলিয়াম, ওসিয়াম (মুত্র ইউরিক এসিড ও মুত্রবহানলীতে বেদনা), হেড্রো হেলিক্স (প্রলাপ এবং পুরাতন আক্ষেপ প্রবণাত। পুরাতন মস্কিস্কে জলসঞ্চয়, নাসাস্রাব, চক্ষুতে ছানিরোগ। রক্তবহা নাড়ীসমুহের উপর ক্রিয়া করে। অতিরজঃ)। গ্লুকোমা হেডিরোসিয়া (গুহ্যদেশের উত্তেজনাসহ রক্তস্রাবী অর্শরোগ। উদরাময়, গুহ্যদেশে ছালউঠা ও বেদনা। স্বযন্ত্র ও গলকোষের উত্তেজনাসহ কাশি। চিবুকের নীচের গ্রন্থিগুলি প্রদাহিত।

Hedeoma Pulegioides ব্যাবহার বিধি :
প্রাপ্ত বংস্করা এবং দুই বছরের কিংবা তার বেশি শিশু উপশম না হওয়া পর্যন্ত বা চিকিৎসকের দির্দেশ অনুসারে দিনে ৩ বার জিহ্বার নীচে ৪টি বড়ি দ্রবীভূত করুন।

মাত্রা : ১ম শক্তি।

                                                                          সমাপ্ত

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইক – কমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev