শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৯:১৩ পূর্বাহ্ন

হুরা ব্রাজিলিয়েনসিস ১২-৩০-২০০-১০এম

আরোগ্য হোমিও হল / ১০৯ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩, ৫:০৭ অপরাহ্ন

হুরা ব্রাজিলিয়েনসিস ১২-৩০-২০০-১০এম

Hara Braziliensis 12-30-200-10.m
চলতি নাম – (Assacu)

ডা: উইইলিয়াম বরিক

কুষ্ঠরোগে ব্যবহৃত হয়, যখন চর্ম মরা জীবজন্তুও চামড়া দ্বারা বাঁধিয়া রাখায় মত দেখায়। শক্ত ফসস্কুড়ি, মনে হয় বৃদ্ধাঙ্গুষ্ঠের নখের নীচে খোঁজ বিধাইয়া দিতেছে। মনে হয়, মাথার চামড়া শক্ত করিয়া টানিয়া ধরিয়াছে। ঘাড় আড়ষ্ট পৃষ্ঠে বেদনা। আঙ্গুলের ডগায় দপদপ করে। চর্মের নীচে অস্থিগুলি যে যে স্থানে বর্ধিত হইয়াছে, যথা হনুঅস্থি প্রভৃতি সেই সকল স্থানে চুলকানি যুক্ত পুঁজবটী।

মাত্রা : ৬ষ্ঠ শক্তি।

সম্ভন্ধ : তুলনীয়-ক্যালোট্রপিস অথবা মাডুরা এল্বাম-(কুষ্ঠরোগ, উজ্জল ও পচনশীল গুটিকা, চর্ম পুরু হইয়া উঠে)।

সমাপ্ত

 

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধার মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইক – কমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev