শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৩ পূর্বাহ্ন

হিপাটিকা

আরোগ্য হোমিও হল / ১০১ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২, ৫:৩৯ অপরাহ্ন

হিপাটিকা (Hepatica)
চলতি নাম – লিভার-ওয়াট

(Liver-Wort)

ডা: উলিয়াম বরিক

গলকোষে সর্দি, তৎসহ প্রচুর রক্তের ছিটযুক্ত শ্লেম্মা এবং স্বরভঙ্গ। গলারমধ্যে শুড়শুড়ি ও প্রদাহ। চাঁচিয়া ফেলার মত এবং খসখসে ভাব। এই ঔষধে অবাধে ও সহজে শ্লেম্মা উঠে। আঠা আঠা, ঘন, দুশ্ছ দ্য শ্লেম্মার জন্য অবিরত হক হক করিয়া কাশি। নাসারন্ধে টাটানি রোধ। মনে হয় যেন উপজিহ্বার নিকট খাদ্যদ্রব্যের টুকরা আটকাইয়া আছে। শ্লেম্মা মিষ্ট, প্রচুর ও মাখনের মত।

মাত্রা : ২য় শক্তি

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইক – কমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev