শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৭:০৬ অপরাহ্ন

হাইড্রোকোটাইল

আরোগ্য হোমিও হল / ১৩৯ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২, ৭:৫৩ পূর্বাহ্ন

হাইড্রোকোটাইল 

Hydrocotyle 

চলতি নাম- ভারতীয় পেনিওয়াট (Indian Penntwort)

ডা: উইলিয়াম বরিক

যে সকল পাকাশয়ের প্রদাহ লক্ষণ থাকে অথবা যে সকল ক্ষেত্রে দেহের কোন স্থানে জীবকোষসমুহের সংখ্যাবৃদ্ধিজাত স্ফীত দেখা যায়, তাহাতে উপযোগী। সংযোগ তন্ত্রসমুহের বিবৃদ্ধি ও কঠিনতা। ক্ষতবিহীন কুষ্ঠ ও বৃক রোগ (I Upus) ইহার বিশেষ সুখ্যাতি আছে। চর্ম লক্ষণগুলি বিশেষ মুল্যবান। জরায়ূর ক্ষতে বিশেষ উপযোগী। রোগী সোজা ইহয়া বসিয়া থাকিতে পারে না। অত্যাধিক ঘর্ম, জরায়ূ গ্রীবার চারিদিকে বেদনা।

 

মুখমণ্ডল : বাম গণ্ডস্থলের অস্থি ও চক্ষুকোটরের চারিদিকে বেদনা।

স্ত্রী-জননেন্দ্রিয় : যোনিমুখে চুলকানি। মুত্রাশয় গীবায় প্রদাহ। যোনি পদের অভ্যন্তরে উত্তাপ। জরায়ুতে দানাময় ক্ষত। প্রচুর প্রদরস্রাব। ডিম্বাশয় প্রদেশে অপ্রবল বেদনা। জরায়ু-গ্রীবা লালর্বণ।

চর্ম : শুস্ক উদ্ভেদ। চর্ম অত্যান্ত পুরু হইয়া উঠে। শুস্ক খসিয়া পড়ে দেহের মধ্যভাগে, অঙ্গপ্রতাঙ্গে, হস্ততল ও পদতলে শুস্ক সোরিয়াসিস। বক্ষে পুঁজবটী। গোলাকার দাগ তাহার ধারগুলি শুস্কযুক্ত। সিফিলিসাজাত চর্মরোগ। বায়:ব্রণ। কুষ্ঠরোগ। গোদ রোগ (আর্স)। স্রাববিহীন বৃক রোগ।

স্বম্বন্ধ : তুলনীয় – এলোয়িস-দক্ষিণ আমেরিকার পাম গাছ (শ্রুকযুক্ত) চর্মরোগ, গোদ রোগ, কুষ্ঠ রোগ, চামড়া মোটা হওয়া, চুলকানি ও চামড়া শক্ত হওয়া, চর্মে বোধরহিতা) হুরা, ট্রিকনোস গলথেরিয়ানা (সর্পদংশন, ক্ষত, সাধারণ ভাবে চর্মরোগ। হোয়াং-নান, ট্যারোকোাগেনোসের বীজ হইতে প্রস্তুত চালমুগ্রা তৈল, হাইড্রোষ্টিস, আর্স, আরাম, সিপিয়া।

মাত্রা : ১ম হইতে ৬ষ্ঠ শক্তি।

সম্পাপ্ত

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইক – কমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev