স্যালিসিলিকাম এডিডাম (Salicylicum Acidum)
চলতি নাম-স্যালিসিলিক এসিড (Slaicylic Acid)
ডা: ইইলিয়াম বরিক।
লক্ষণসমুহ হইতে প্রতীয়মান হয় যে, ইহা বাত, অজীর্ণ ও “মিনিয়ার্স ডিজিস” ও উপযোগী। ইনফ্লুয়েঞ্জার পরবর্তী অবসাদ, অধিকন্ত কর্ণনাদ এবং বধিরতা। সরক্ত মুত্র। মস্তক শিরঃঘূর্ণন, বামদিক পড়িয়া যাইবার আশঙ্কা। শিরঃপীড়া, হঠাৎ উঠিতে গেলে মাথা ঘুরিয়া যায়। সর্দির প্রবান্তিক অবস্থা। শঙ্খদ্বয়ের ছিদ্রকবণবৎ বেদনা।
চক্ষু : অক্ষিপুট হইতে রক্তস্রাব। ইনফ্লুয়েঞ্জার পরবর্তী অক্ষিপুটের প্রদাহ অণ্ডলালাবৎ স্রাব।
কর্ণ : কর্ণে গর্জন ও ঠং ঠং শব্দ। মাথাঘোরাসহ বধিরতা।
গলগহ্বর : টাটান, লালবর্ণ ও স্ফীতি। গলকোষ-প্রদাহ, গিলিতে কষ্ট।
পাকস্থলী : মুখ-ক্ষত, তৎসহ জ্বালাকর টাটানি এবঙ দুর্গন্ধযুক্ত শ্বাস-প্রশ্বাস। পেট ফাঁপ, উষ্ণ লম্ল উদগার। পেটের মধ্যে পচনশীল উৎসেচন ক্রিয়া ও তজ্জনিত অগ্নিমান্দা। জিহ্বা ঈষৎ বেগুনী, সীসক বর্ণ, দুর্গন্ধযুক্ত নিঃশ্বাস।
মল : দুর্গন্ধযুক্ত উদরাময়, পাকাশয়-অন্ত্র সম্বন্ধীয় গোলযোগ। বিশেষতঃ শিশুদিগের : মল ভেকের ডিমের মত, সবুজবর্ণ (ম্যাগ কার্ব)। গুহ্যদ্বার চুলকানি।
হস্ত-পাদাদি : জানুদ্বয় স্ফীত এবং বেদনাযুক্ত। তরুণ সন্ধিবাত, চলা ফেরায় ও স্পর্শে বৃদ্ধি, প্রচুর ঘর্ম। বেদনা স্থান পরিবর্তন করে। সায়েটিকা জ্বালাকর বেদনা, রাত্রিতে বৃদ্ধি। প্রভূত পদ-ঘর্ম, পদ-ঘর্ম লুপ্ত হইলে মন্দ লক্ষণ উপস্থিত হয়।
চর্ম : চুলকানিযুক্ত ফুস্কুড়ি ও পুঁজবতী। আঁচড়াইলে হ্রাসপ্রাপ্ত। নিদ্রা ব্যাতীত ঘর্ম। আমবাত। উষ্ণ ও জ্বালাকর চর্ম। ধুম্র রোগ, পোড়া নারাঙ্গা। অস্থিক্ষয় ও অস্থির কোমলতা।
সম্বন্ধ : তুলনীয় – সেলল (সন্ধিসমুহে বাতবেদনা, তৎসহ টাটানি ও আড়ষ্টতা। চক্ষুর উপর শিরঃপীড়া, মুত্রে ভায়লেট ফুলের গন্ধ) কলচিকাম, চায়না, ল্যাকটিক এসিড। স্পািইরিয়া ও গলথেরিয়ায় স্যালিসিলিক এসিড আছে।
মাত্রা : ৩য় দশমিক দশকিম বিচুর্ণ। তরুণ সন্ধিবাতে প্রতি ও ৩ ঘন্টা অন্তর ৫ গ্রেন মাত্রায় (প্রচীন চিকিৎসা প্রণালী অনুসারে)।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।