স্যালিক্স নায়েগ্রা (Salix Nigra)
চলতি নাম – ব্লাক উইলো (Balck -Willow)
ডা: ইউলিয়াম বরিক।
স্ত্রী-পুরুষ উভয়ে জননেন্দ্রিয়ের উপর প্রত্যাক্ষ ক্রিয়া আছে। হিষ্টিরিয়া ও স্নায়ুবিকতা। কামপ্রবণ চিন্ত ও কামোদ্দীপক স্বপ্ন। জননেন্দ্রিয়ের উত্তেজনা দমন করে। কাম প্রবৃত্তি সংযত করে। পুরুষদের কাম্মোদ এবং কামোন্মত্ততা। তরুণ গণোরিয়া রোগে, জননেন্দ্রিয়ের উত্তজেনা এবং অনৈচ্ছিক লিঙ্গোচ্ছাস। হত্তমৈথুনের পরবর্তী শুক্রমেহ।
মুখমণ্ডল : লাল, স্ফীত, বিশেষতঃ নাকের শেষ প্রান্তে। চক্ষুদ্বয় রক্তপুর্ণ, স্পর্শ করিলে ও সঞ্চালনে ব্যথা করে। চুলের গোড়ায় টাটানি। নাসাপথে রক্তস্রাব।
স্ত্রী-জননেন্দ্রিয় : ঋতুর পূর্বে ও ঋতুকালে অতিশয় স্নায়বিক উপদ্রব, ডিম্বাশয়ে বেদনা, বেদনাকর ঋতুস্রাব। ডিম্বাশয়ে রক্তধিক্য ও স্নায়ুশুল।
পুং-জননেন্দ্রিয় : ত্রিকান্থি ও কটিদেশের ভিতর দিয়া বেদনা। তাড়াতাড়ি পা ফেলিতে পারে না।
সম্বন্ধ : তুলনীয় – মোহিন্থিন ক্যান্থারিস।
মাত্রা : মুল অরিষ্টের স্থলমাত্রা ৩০ ফোঁটা।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।