স্যারাসেনিয়া পার্পিউরিয়া (Sarracenia Purpurea)
চলতি নাম – পিচার-প্ল্যান্ট (Pitcher-plant)
ডা: ইউলিয়াম বরিক।
বসন্ত রোগের ঔষধ। দর্শনেন্দ্রিয় সম্বন্ধীয় উপদ্রব। মস্তকে রক্তধিক্য, তৎসহ অনিয়মিত হৃদক্রিয়া। রক্তহীনতা। ইহাতে একটি বিশেষ প্রোটিন দ্রবকর পদার্থ আছে। সবমন শিরঃপীড়া, দেহের বিভিন্ন অংশে দপদপানি বিশেষতঃ গ্রীবা, স্কদ্ধদ্বয় এবং মস্তকে। মস্তক এত পূর্ণ বোধ হয় যে মনে হয় যেন উহা ফাটিয়া যাইবে।
চক্ষু : আলোকাতঙ্ক। চক্ষদ্বয় স্ফীত ও টাটান বোধ হয়। চক্ষুকোটরে বেদনা। চক্ষুর সম্মুখে কাল কাল জিনিষ নড়িতে দেখে।
পৃষ্ঠদেশ : কটিদেশ হইতে স্কন্ধ্যস্থির মধ্য পর্যন্ত বেদনা আঁকাবাঁকা ভাবে ছুটিতে থাকে।
হস্ত-পাদাদি : অঙ্গ-প্রত্যাঙ্গ দুর্বল দুর্বল : জানু ও উরুসন্ধিতে থেঁৎলান ব্যথা। বাহুর অস্থিতে বেদনা। স্কদ্বদ্বয়ের মধ্য দুর্বলতা।
চর্ম : বসন্তের গুটিকা, এই রোগকে অঙ্কুরে বিনাশ করে, পুঁজাৎপত্তিতে বাধা দেয়।
সম্বন্ধ : তুলনীয়- টার্টার এমোটিক, ভেরিওলিয়াম, ম্যালন্ড্রিণাম।
মাত্রা : তৃতীয় হইতে ৬ষ্ঠ শক্তি।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।