বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০২:৩৪ অপরাহ্ন

স্যাবিনা (Sabina)

আরোগ্য হোমিও হল / ১৫ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪, ৭:৫৭ অপরাহ্ন
ম্যাগ্নশিয়া ফসফোরিকা-Magnesia Phosphorica
হোমিও বই

স্যাবিনা (Sabina)

চলতি নাম – সেভাইন (Sabine)

ডা: ইউলিয়াম বরিক।

জরায়ুর উপর বিশেষ ক্রিয়া। রক্তাম্বুস্রাবী ও সৌত্রিক বিল্লীসমুহের উপর ক্রিয়া থাকায় গ্রন্থি বাত রোগে উপযোগী। ত্রিকাস্থি প্রদেশ হইতে বিটপস্থান পর্যন্ত বেদনারক্তস্রাব, রক্ত অর্ধ-তরল, অর্ধ-চাপ চাপ। গর্ভপাত প্রবণতা, বিশেষতঃ তৃতীয় মাসে। ভয়ানক স্পন্দন, জানালা উন্মুক্ত রাখিতে চায়।

বায়ো কম্বিনেশন ২৫

মন : সঙ্গীত অসহ্য, উহাতে স্নায়বিক দৌর্বল্য আনে।

মস্তক : ঋতুবন্ধজনিত শিরঃঘর্ণন। ফাটিয়া যাওয়ার ন্যায় শিরঃপীড়া, হঠাৎ  আরম্ভ হয়, ধীরে ধীরে অস্তৃত হয়। মাথায় ও মুখে রক্তোচ্ছৃাস। চর্বণপেশীতে টানিয়া ধারার ন্যায় বেদনা। চিবাইবার সময় দন্তবেদনা।

পাকস্থলী : বুকজ্বালা। লেমনেড খাইবার ইচ্ছা। তিক্ত স্বাদ (রাস)। পাকস্থলীগহ্বার হইতে পৃষ্ঠদেশের ভিতর দিয়া ছুরিকাবিদ্ধবৎ বেদনা।

উদরগহ্বার : নীচের দিকে ঠেলামারা সঙ্কোচক বেদনা। শূলবেদনা, প্রদেশের উদরোর্ধ্বপ্রদেশে। বায়ুসঞ্চয়জনিত স্ফীতি।

সরলান্ত্র : পুর্ণতা বোধ। কোষ্ঠবদ্ধতা। পৃষ্ঠদেশ হইতে বিটপস্থানের অস্থি পর্যন্ত বেদনা। অর্শ রোগ, গাঢ় লাল রক্ত, প্রচুর স্রাব।

মুত্র : মুত্র-গ্রন্থিস্থানে জ্বালা ও দপদপানি। রক্তাক্ত মুত্র, অত্যান্ত বেগ। মুত্রাধার-প্রদাহ ও দপ্ দপ্  করার ন্যায় অনুভূতি। মুত্রনলীর স্ফীতি।

পুং-জননেন্দ্রিয় : প্রদাহযুক্ত গণোরিয়া, তৎসহ পুঁজের মত স্রাব। অঞ্জিরিকা (Sycosis) দৃষ্ট উপমাংস। লিঙ্গমুণ্ডে জ্বালা ও বেদনা। লিঙ্গাগ্রত্বকে বেদনা এবং উহা গুটাইতে কষ্ট হয়। সঙ্গমেচ্ছা বদ্ধিত।

আরও পড়ুন – র‌্যাক্স নং- ৮০ (জরায়ু টিউমার)

স্ত্রী-জননেন্দ্রিয় : ঋতুস্রাব প্রচুর ও উজ্জলবর্ণ জরায়ুস্থানের বেদনা উরু পর্যন্ত বিস্তৃত হয়। গর্ভপাতের আশঙ্কা। সঙ্গমেচ্ছা বদ্ধিত। ঋতুর পর প্রদরস্রাব ঐ স্রাব ক্ষতকর ও দুর্গন্ধযুক্ত। দুই ঋতুর মধ্যবতী কালে রক্তস্রাব , তৎসহ কামজ উত্তেজনা (এম্ব্রা)। প্রসবের পর ফুল পড়ে না, প্রবল ভ্যাদাল বথ্যা। গর্ভস্রাবের অব্যবহিত পরে রজঃবাহল্য। গর্ভপাতের পর ডিম্বোকোষ ও জরায়ুর স্ফীতি। জরায়ু হইতে দ্রষ্ট বীজকোষসমুহ বাহির করিয়া আনে (ক্যান্থারিস)। ত্রিকাস্থি হইতে বিটপস্থানের অস্থি পর্যন্ত বেদনা। যোনিদেশ হইতে উর্ধ্বদিকে চিড়িকমারা বেদনা। রক্তস্রাব আংশিক চাপ চাপ, সমান্য নড়চড়ায় বৃদ্ধি। জরায়ু পেশীর দুর্বলতা।

পৃষ্ঠদেশ : ত্রিকান্থি হইতে যোনিপিঠ পর্যন্ত এবং এক অস্থি হইতে অপর এক অস্থি পর্যন্ত বেদনা। পৃষ্টের নির্ন্মেংশে পক্ষঘাতবৎ বেদনা।

হস্ত-পাদদি : উরুর অভ্যান্তরকালে থেঁৎলান ব্যথা। গোড়ালি ও প্রপদাস্থিতে চিড়িক মার বেদনা। সন্ধিস্থানসমুহে বাতজ বেদনা। সন্ধিবাত, উপ্তত ঘরে বৃ্দ্ধি। উজ্জল লালবর্ণ স্ফীতি। বাতগ্রান্ত (এমন ফস)।

আরও পড়ুন – শ্বেতপ্রদর বা সাদাস্রাবে হোমিওপ্যাথিক চিকিৎসা

চর্ম : ডুমুরের মত আঁচিল, তৎসহ অসহ্য চুলকানি ও জ্বালা। প্রচুর মাংসাঙ্কুর (থুজা, নাইট্রিক এসিড)। আঁচিল। চর্মে কাল কাল গর্ত।

উপচায়, উপশম-বৃদ্ধি : সমান্য নড়াচড়া, উত্তাপে, উষ্ণ বায়ুতে।

উপশ্রম : ঠাণ্ডা উন্মুক্ত বায়ুতে।

সম্বন্ধ : অনুপুরক – থুজা।

তুলনীয় : স্যাঙ্গুইসোর্বা শৈরিক রক্ত সঞ্চয় এবং অপ্রবল রক্তস্রাব। নিন্মাঙ্গে শিরাস্ফীতি, আমাশয়। স্নায়ুবিক প্রকৃতির উত্তেজনা প্রবল রোগীদিগের দীর্ঘস্থায়ী ও প্রচুর ঋতুস্রাব, তৎসহ মস্তকে ও অঙ্গ-প্রত্যাঙ্গ রক্ত সঞ্চয়। বায়ঃসন্ধিকালের রক্তস্রাব। ২x শক্তি ব্যবহার করিবে)। স্যাঙ্গুইসুগা -জোঁক – (ক্তস্রাব, বিশষতঃ গুহ্যদ্বার হইতে ৩x শক্তি ব্যবহার্য)। রসমেরিনাস (শ্রীঘ্র শীঘ্র ঋতুস্রাব, প্রবল বেদনা, তৎপর জারায়ু হইতে রক্তস্রাব। মাথা ভারি, ঘুম ঘুমভাব, শীতার্ত নিন্মাঙ্গ বরফের ন্যায় ঠাণ্ডা ও তৃষ্ণাহীনতা, তৎপর উত্তাপ। স্মৃতিশক্তির নুন্যতা), ক্রোকাস, ক্যাল্কে, ট্রিলিয়াম, ইপিকাক, মিলিফো, ইরিজিরণ।

দোষঘ্ন : পালস।

মাত্রা : আঁচিলের জন্য হাহ্যিকভাবে মুল অরিষ্ট। আভ্যান্তরিকভাবে ৩য় হইতে ৩০শ শক্তি।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev