স্যাপোনোয়া (Saponaria)
চলতি নাম – সোপ রুপ (Soap Root)
ডা: ইউলিয়াম বরিক।
তরুণ সর্দি মস্তকের সর্দি গলবেদনা প্রভৃতি উৎকৃষ্ট ঔষধ। অনেক সময় সর্দিকে অঙ্কুরে বিনাশ করে।
মন : বেদনা অথবা সম্ভাব্য মৃত্যু সম্বন্ধে সম্পুর্ন উদাসীনতা। বিরক্ত, বিষাদিত, তৎসহ নিদ্রালু।
মস্তক : সূচীবিন্ধবৎ বেদনা, চক্ষুর উপরে বেদনা, বাম পার্শে অধিক, সন্ধ্যাকালে অধিক, নড়াচড়ায় অধিক। চক্ষুকোটরের উপরে দপদপানি। মস্তকে রক্তধিক্য। গ্রীবাদেশে ক্লানিত অনুভব। মস্তকের সর্দি। বামদিকে অনুক্ষণ চলিয়া যাওয়ার প্রবৃত্তিসহ মত্ততার অনুভূতি। বাম পার্শ্বের পঞ্চম স্নায়ুযুগল সংক্রান্ত স্নায়ুশূল, বিশেষতঃ চক্ষুর উপরে ভ্রুতে। নাকে অবরোধ বোধ করে, অধিকন্ত চুলকানি ও হাঁচি।
চক্ষু : তীব্র চক্ষুবেদনা। চক্ষুগোলাকের গভীর অংশে উষ্ণ সূটীবিদ্ধবৎ বেদনা। চক্ষুপাতার স্নায়ুশূল বিশেষতঃ, বামদিকে অধিক। আলোকাতঙ্ক। চক্ষুগোলকের বহিঃপ্রসারণ, লিখিতে বা পড়িতে গেলে বৃদ্ধি। চক্ষু অভ্যন্তরে প্রচারণবৎ বেদনা। অস্বচ্ছ দৃষ্টি।
পাকস্থলী : লিখিতে কষ্ট। বমি বমিভাব। বুকজ্বালা। পাকস্থলীতে পূর্ণতা বোধ, উদ্গারে উপশম হয় না।
হিৎপিণ্ড : স্বাভাবিক ক্রিয়া দুর্বল, নাড়ীর মন্দগতি। উৎকন্ঠাসহ বুক ধড়ফড়ানি।
উপচয়, উপশম : বৃদ্ধি – রাত্রিকালে, মানসিক পরিশ্রমে, বাম পার্শে।
সম্বন্ধ : তুলনীয় – স্যাপেনিন – কুইলায়া, ইউক্কা, সেনেগা, ডায়োস্কোরিয়া এবং অপরাপর গাছ-গাছড়া হইতে সংগৃহীত ফলজ-শর্করা (ক্লান্ত উদাসীন বাম শঙ্খদেশ ও চক্ষুতে বেদনা, আলোকাতঙ্ক, চক্ষুর অভ্যান্তরে উষ্ণ সূচীবিদ্ধবৎ বেদনা। পঞ্চম স্নায়ূযুগলের পীড়া। অর্ধ-শিরঃশূল। ঋতুস্রাবের পূর্বে প্রবল বেদনা। ভয়ানক গলবেদনা, দক্ষিণ পার্শ্বে অধিক। টনসিলদ্বয় স্ফীত, গরম গৃহে বৃদ্ধি। অত্যান্ত জ্বলাকর আস্বাদ ও প্রবল হাঁচি)।
আরও তুলনীয় – ভার্বস্কাম, ককুলাস (উভয় ঔষধেরই স্যাপোনিন আছে), কুইলায়া ( এ্যানাগেলিস, এ্যাগ্রোষ্টেমা, হেলানিয়স, সার্সাপেরিলা, প্যারিস, সাইক্লমেন ও অপরাপর ঔষধের স্যাপোনিন আছে।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।