রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ

স্নায়ু (Nervous Symptoms)

আরোগ্য হোমিও হল / ৭ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ১১:০৮ পূর্বাহ্ন
জ্বর লক্ষণ (Febrile Symptoms)
বায়োকেমিক রেপার্টরী সূচী পত্র

স্নায়ু (Nervous Symptoms)

বায়োকেমিক রেপার্টরী

ডাঃ আবু হোসেন সরকার।

 

 

স্নায়ু (Nervous Symptoms)

স্নায়বিক অবসন্নতা— কেলি ফস ।

কারণে দুর্বলতা—ক্যালকেরিয়া ফস ।

হিষ্টিরিয়াযুক্ত দুর্বলতা—নেট্রাম মিউর ।

সহজেই ক্লান্ত হয়— কেলি ফস, ফেরাম ফস, নেট্রাম মিউর।

এপিলেপসি (মৃগী) উদ্ভেদ বসিয়া গিয়া—কেলি মিউর, ক্যালকেরিয়া ফস।

অতিরিক্ত মদ্যপানের জন্য স্নায়ুর পীড়া—ম্যাগনেসিয়া ফস ।

রক্তহীনতার জন্য স্নায়ু পীড়া—কেলি ফস, নেট্রাম মিউর, নেট্রাম ফস ।

বায়ো কম্বিনেশন ২৫ (অম্লতা, পেট ফাঁপা ও বদহজম)

স্নায়ুর পক্ষাঘাত রোগ—কেলি ফস 

গোলাকার কোন বস্তু যেন গলায় আটকিয়া আছে এমন অনুভূতি—কেলি ফস।

মূত্রস্থলীর স্নায়ুর পক্ষাঘাত—কেলিফস ।

কোরিয়া—নেট্রাম মিউর, ম্যাগনেসিয়া ফস, কেলিসালফ ।

ক্রিমি রোগ হেতু কোরিয়া—সাইলিসিয়া ।

পায়খানা অবরুদ্ধ হইয়া কোরিয়া রোগ–নেট্রাম সালফ ।

স্নায়ুর আড়ষ্ট ভাব—ফেরাম ফস ।

লেখক অথবা বেহালা বাদকদের আঙ্গুলে স্নায়ুশূল—ম্যাগনেসিয়া ফস, ক্যালকেরিয়া ফস ।

কোন কঠিন রোগের পর স্নায়ুশূল—কেলি ফস ।

আরও পড়ুন –  র‌্যাক্স নং – ১২০ (স্নায়ুশুল)

কোন কঠিন রোগের স্নায়ুবিক দুর্বলতা— কেলি ফস ।

সাধারণ পরিশ্রমেই স্নায়বিক ক্লান্তি–কেলি ফস, নেট্রাম মিউর, ক্যালকেরিয়া ফস।

ভয় হেতু মৃগীরোগ— কেলি ফস ।

কোন কু অভ্যাসের জন্য মৃগী রোগ—ম্যাগনেসিয়া ফস ।

মৃগীরোগ রাত্রে দেখা দেয়—কেলি ফস ।

দেহের একাংগে বাত বেদনার অনুভূতি—কেলি সালফ ।

স্নায়বিক দুর্বলতার জন্য হিক্কা কফ-নেট্রাম মিউর, ম্যাগনেসিয়া ফস ।

হঠাৎ উত্তেজনায় মূর্ছিত হইয়া পড়া—কেলি ফস।

ভয়ংকর মূর্ছিত ভাব—সাইলিসিয়া ।

দুর্বলতার জন্য মূৰ্চ্ছাভাব—নেট্রাম মিউর ।

শিশুদের পক্ষাঘাত — কেলি ফস।

অবচেতনভাবে অঙ্গপ্রত্যঙ্গের শিহরন—ম্যাগনেসিয়া ফস ।

আরও পড়ুন – এন – ৩০ (মাংসপেশী-সন্ধিবাত -স্নায়ুশূল ও সায়টিকায় ব্যহ্যিক ব্যবহৃত)

দুর্বলতার কারণে স্নায়বিক রোগ—ক্যালকেরিয়া সালফ, ম্যাগনেসিয়া ফস ।

স্নায়ুতে চিড়িকমারা বেদনাবোধ—ম্যাগনেসিয়া ফস ।

চোয়ালে খিল ধরা—ম্যাগনেসিয়া ফস ।

মেরু মজ্জার শক্তিহীনতা—কেলিফস ।

স্নায়বিক অবসাদ অতিরিক্ত সংগমের ফলে—কেলিফস ।

স্নায়বিক অবসাদ—কেলিফস, নেট্রাম ফস ।

রাত্রে স্নায়বিক অবসাদ—ফেরামফস ।

স্নায়ুর স্ফীতি—ফেরামফস ।

স্নায়ুশূল বার বার স্থান পরিবর্তন করে—কেলিফস, ম্যাগনেসিয়া ফস ।

গুহ্যদ্বারের স্নায়ু দুর্বলতা—ক্যালকেরিয়া ফস ।

আবহাওয়া পরিবর্তনের ফলে স্নায়ুর পীড়া—ক্যালকেরিয়া ফস ।

উত্তেজনা হেতু স্নায়ুর পক্ষাঘাত—ম্যাগনেসিয়া ফস ।

এক অংগের স্নায়ু পক্ষাঘাত—কেলিফস ।

আরও পড়ুন – এন – ১০০ (মাইগ্রেন এবং স্নায়ুশূল ড্রপস)

এক অংগের স্নায়ু পক্ষাঘাত – হঠাৎ আক্রমণ—কেলি ফস ৷

মুখের অংগের স্নায়ু পক্ষাঘাত – কেলি ফস।

কশেরুক মজ্জার পক্ষাঘাত –  কেলি ফস।

মূত্র স্থলীর  পক্ষাঘাত – কেলি ফস।

আংশিক পক্ষাঘাত—কেলিফস ।

বাতজনিত পক্ষঘাত -–ক্যালকেরিয়া ফস, ফেরাম ফস, কেলি ফস ।

স্নায়ুর অস্থিরতা—নেট্রাম সালফ ।

কটি স্নায়ুশূল—কেলি ফস, ম্যাগনেসিয়া ফস, ফেরাম ফস।

স্নায়ুর কম্পনভাব—কেলিফস ।

স্নায়ুর অসারতা—নেট্রাম মিউর ।

আলো এবং শব্দ আদৌ সহ্য করিতে পারে না— কেলিফস, সাইলিসিয়া ।

ঠাণ্ডা বাতাস সহ্য করতে পারে না—সাইলেসিয়া ।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev