শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ১২:৫৩ অপরাহ্ন

স্কুইলা মেরিটিমা (Squilla Maritima)

আরোগ্য হোমিও হল / ১১ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪, ১১:২৫ অপরাহ্ন
সিনেরেরিয়া - Cineraria
হোমিও বই

স্কুইলা মেরিটিমা (Squilla Maritima)

চলিত নাম–সি ওনিয়ন (Sea Onion)

ডা: ইউলিয়াম বরিক।

একটি ধীর ক্রিয়াকর ঔষধ। যে-সকল রোগ পূর্ণ প্রকাশ পাইতে কয়েক দিন সময় লাগে, তাহাদের পক্ষে উপযোগী। অবিরত, অপ্রবল বাতব্যথা সর্বাঙ্গে ছড়াইয়া পড়ে। প্লীহার ঔষধ, বাম দিকের মুক্ত পঞ্জরাস্থির নীচে বেদনা। হৃৎপিণ্ড ও মূত্রগ্রন্থি সম্বন্ধে প্রয়োজনীয় ঔষধ। ব্রঙ্কো-নিউমোনিয়া ৷ প্রধাণতঃ শ্বাসনলী ও পরিপাকনলীর শ্লৈষ্মিক ঝিল্লীসমূহের উপর এবং মূত্রগ্রন্থির উপর ক্রিয়া করে। বৃদ্ধ ব্যক্তিগণের পুরাতন ব্রঙ্কাইটিসে শ্লেষ্মার ঘড় ঘড় শব্দ, শ্বাসকষ্ট ও স্বল্পমূত্র লক্ষণ বর্তমান থাকিলে বিশেষ মূল্যবান ঔষধ।

বায়ো কম্বিনেশন ২৫

চক্ষু : উপদাহিত বোধ হয়। শিশু হাত দিয়া চক্ষু রগড়ায়। মনে হয় যেন, সে শীতল জলে সাঁতার কাটিতেছে।

পাকস্থলী : পাথরের ন্যায় চাপবোধ।

শ্বাসযন্ত্র : অবারিত সর্দিস্রাব, নাসারন্ধের ধারগুলি হাজিয়া যাওয়ার মত। হাঁচি, গলগহ্বরে উত্তেজনা ; হ্রস্ব শুষ্ক কাশি, গভীর নিঃশ্বাস লইতে বাধ্য হয়। শ্বাসকষ্ট, বক্ষে খোঁচামারা ব্যথা এবং উদরপেশীসমূহের বেদনাদায়ক আকুঞ্চন। যথেষ্ট শ্লেষ্মা নিঃসরণসহ ভীষণ, প্রবল, অবসাদকর কাশি। শ্লেষ্মা প্রচুর, নোন্তা, পিচ্ছিল, তৎসহ অনিচ্ছায় মূত্রপাত ও হাঁচি। কাশির সময় শিশু হাত দিয়া মুখমণ্ডল ঘর্ষণ করে ( কষ্টি, পালস)। দীর্ঘশ্বাস লইলে, ঠাণ্ডা পানীয়ে, শারীরিক শ্রমে, গরম হইতে ঠাণ্ডা বায়ুতে আসিলে কাশির উদ্রেক হয়। হাম রোগের কাশি। রাত্রে পুনঃপুনঃ মূত্রবেগ, প্রচুর মূত্র নিঃসরণ (ফস এসিড)।কাশির সহিত হাঁচি।

আরও পড়ুন – সুয়ালিন–SUALIN ঠান্ডা, সর্দি, কাশি ও গলা ব্যথা নিরাময়ে অব্যর্থ হারবাল ওষুধ 

হৃৎপিণ্ড : হৃৎপিণ্ডের উত্তেজক ঔষধ, প্রান্তস্থ ধমনীসমূহ  ও রক্তবহা নলীসমূহের উপর ক্রিয়া করে।

মূত্রযন্ত্র : অত্যন্ত মূত্রবেগ, প্রচুর জলবৎ মূত্র। কাশিবার সময় অসাড়ে মূত্র বাহির হইয়া পড়ে (কষ্টি, পালস)।

চর্ম : চর্মে ক্ষুদ্র ক্ষুদ্র লাল দাগ, উহাতে খোঁচামারা ব্যথা।

আরও পড়ুন – অ্যাডাল-৭ (সর্দি, কাশি, ল্যারিঞ্জাইটিস)

হস্ত-পদাদি : হাত-পা বরফের ন্যায় শীতল, কিন্তু দেহের অবশিষ্টাংশ গরম (মিনিয়েন্থিস)। দাঁড়াইলে পায়ে ব্যথা পায়। যে-সকল বালিকা দোকানে কাজ করে, তাহাদের পদদ্বয়ের কোমলতা।

উপচয়, উপশম : বিশ্রামে বৃদ্ধি, চলাফেরায় উপশম।

সম্বন্ধ  :  তুলনীয়–ডিজি, ট্রোপেন্থাস, এপোসাইনাম ক্যানা, ব্রায়ো, ক্যালি কার্ব। শোথজ রোগে ডিজিটেলিস ব্যর্থ হইলে স্কুইলা ভাল কাজ করে।

মাত্রা : ১ম হইতে ৩য় শক্তি।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev