বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০৩:২৭ পূর্বাহ্ন

সোলেনাম ভেসিকারিয়াম (Solanum Vesicarium)

আরোগ্য হোমিও হল / ৩০ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪, ৫:৪০ অপরাহ্ন
ব্যাসিলাস বোটুলিনাম (Becillus Botulinum)
হোমিও বই

সোলেনাম ভেসিকারিয়াম (Solanum Vesicarium)

চলাতি নাম – এল্কিকেঙ্গি-উইন্টার রেরি (ALkeengi-Winter Cherry)

ডা: ইউলিয়াম বরিক।

ইহার বিশেষ প্রকৃতির মুত্র সন্ধদ্বীয় লক্ষণ, প্রাচীন ব্যাক্তিগণ কতৃক পাথরী রেগে ইহার ব্যবহার সমমিত হইত। পাথরী রোগ। মুত্র নিঃসারণ ক্রিয়া বধিত করে। ক্লানিত রোধ এবং পেশীর দুর্বলতা।

বায়ো কম্বিনেশন ২৫

মস্তক : শিরঃঘূর্ণন, অনুভুতি অস্পষ্ট, স্মৃতিশক্তি দুর্বল, অবিতরত কথা কহিবার ইচ্ছা। দপদপানি ব্যথা, চক্ষুর উপর কপালে ভার বোধ। মুখমণ্ডলের পক্ষাঘাত। মুখের শুস্কতা।

হস্ত-পদাদি : অঙ্গ-প্রত্যাঙ্গ শক্ত, মাংসপেশীতে খিলধরা। পক্ষাঘাত। চলিবার সময় মনে হয় যেন, প্রত্যেকটি পদক্ষেপের সহিত মাথার মধ্যে নড়িয়া উঠে।

জ্বর : উন্মুক্ত বাতাসে শীত বোধ। সন্ধ্যাকালে জ্বর। মলত্যাগকালে ঘর্ম, তৎসহ সুড় সুড়করা বোধ এবং প্রচুর মুত্রপাত। জ্বরের সময় যকৃতে বেদনা।

শ্বাসযন্ত্র : কাশি, স্বরভঙ্গ, গলদেশের উত্তেজনা, বুকে কষ্ট বোধ, তজ্জনিত নিদ্রাহীনতা। বুকের মধ্যে ছুরি মারার ন্যায় বেদনা।

আরও পড়ুন –  এন – ২৭ (কিডনীর পাথরের ড্রপস)

মুত্রযন্ত্র : উগ্র, ও দুর্গন্থ মুত্র। মুত্রবোধ  অথবা প্রচুর মুত্র। অতি মুত্র, স্ত্রীলোকগণ হঠাৎ মুত্রবেগ ধারণের ক্ষমতা হারাইয়া ফেলে। রাত্রিকালে অসাড়ে মুত্র অবারিত মুত্র।

চর্ম : সত্তাঙ্গুলি ও পদাঙ্গুলি ফাঁকে ফাঁকে হাজিয়া যাওয়া। উরুদেশে পুঁজপূর্ণ ফুস্কুড়ি কপালের উপর উপর গুটিকার ন্যায় মাংসবৃদ্ধি।

উপচায়, উপশম : বৃদ্ধি – শীতল ও আর্দ্র সন্ধ্যায়। উত্তপ্ত হইবার পর।

মাত্রা : মুল অরিষ্ট হইতে ৩য় শক্তি। ইহার ফলের র শোথ রোগে এবং মুত্রধারের উত্তেজনায় ব্যবহৃত হয়।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev