বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৩:২২ অপরাহ্ন

সেলিনিয়াম (Selenium)

আরোগ্য হোমিও হল / ১৫ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ৬:০৬ অপরাহ্ন
ম্যাগ্নশিয়া ফসফোরিকা-Magnesia Phosphorica
হোমিও বই

সেলিনিয়াম (Selenium)

পরিচয় – ঐ নামীয় মৌলিক পদার্থ (The Elenent Selenium)

ডা: ইউলিয়াম বরিক।

সেলিনিয়াম অস্থি ও দন্তের আবশ্যকীয় উপাদান। জননেন্দ্রিয় ও মুত্রযন্ত্রের উপর বিশেষ ক্রিয়া এবং প্রায়ই বৃদ্ধ ব্যাক্তিগণের, বিশেষঃ প্রষ্টেট গ্রন্থির প্রদাহ ও রতিজ অক্ষমতায় সুচিত হয়। অত্যান্ত দুর্বলতা, উত্তাপে বৃদ্ধি। বৃদ্ধ বয়েসে অতি সহজে মানসিক ও শারীরিক অবসাদ। অবসাদকর রোগের পরবর্তী দুর্বলতা।

বায়ো কম্বিনেশন ২৫

মন : ধ্বজভঙ্গসহ কাম বিষয়ক চিন্ত। মানসিক শ্রমে ক্লান্তি আসে। অতিশয় বিমর্ষতা। নিরতিশয় নৈরাশ্য, কোন মতেই দুর হয় না – এরুপ বিষাদ ভাব।

মস্তক : চুল পড়িয়া যায়। বাম চক্ষুতে বেদনা, সুর্যাত্তাপে ভ্রমন, উগ্র গন্ধ ও চা পানে বৃদ্ধি। মস্তক-চর্মে টান টানবোধ। চা পান  করিলে শিরঃপীড়া।

গলগহ্বর : ক্ষয় রোগত্বক স্বরযন্ত্র-প্রদাহের প্রাথমিক অবস্থা। প্রতিদিন প্রাতে খক্ খকা করিয়া স্বচ্ছ দলার মত শ্লেম্মা উঠে। স্বরভঙ্গ। প্রাতে কাশি তৎসহ রক্তাক্ত শ্লেম্মা উঠে। গায়কদের স্বরভঙ্গ। অত্যান্ত পরিস্কার শ্বেত-স্বারবোৎ ম্লেম্মা (ষ্ট্যানাম)।

আরও পড়ুন – যৌন রোগ (শুক্রস্খলন)

পাকস্থলী : ব্র্যাণ্ডি ও অন্যান্য উগ্র পানীয়ে স্পৃহা। মুখে মিষ্টি দ্বাদ। ধুমপানের পর হিক্কা ও উদ্গার। আহারের পর, সর্বাঙ্গে স্পন্দন, বিশেষতঃ উদরগহ্বর।

উদরগহ্বর : পুরতান যকৃৎপীড়া, যকৃৎ বেদনান্বিত, বধিত যকৃৎস্থনে সূক্ষ্ণ পীড়কা প্রকাশ। কোষ্ঠবদ্ধতা, মল শক্ত এবং সরলান্ত্র সঞ্চিত হইয়া থাকে।

মুত্রযন্ত্র : মুত্রাধারের মুখে ফোঁটা ফোঁটা কি-যেন বাহির হইতেছে –  এরুপ অনুভুতি। অনিচ্ছায় ফোঁটা ফোঁটা মুত্রপাত।

পুং-জননেন্দ্রিয় : ঘুমের মধ্যে ফোঁটা ফোঁটা শুত্রুপাত, প্রষ্টেটিক রস ক্ষরণ। সঙ্গমের পর উপদাহিতা। কামোদ্দীপক কল্পনার সহিত রতিশক্তির অভাব। ইচ্ছা বধিত কিন্ত শক্তি হ্রাসপ্রাপ্ত। শুক্র পাতলা ও গন্ধহীন। রতিজ দৌর্বল্য। সঙ্গম চেষ্টায় লিঙ্গ শিথিল হইয়া পড়ে। কোরণ্ড।

আরও পড়ুন – লিবিডেক্স–LIBIDEX যৌনাকাঙ্খা বৃদ্ধি করে

চর্ম : চুলকানিসহ হাতের তালুতে শুক্র আাঁইশের মত পীড়কা। গোড়ালির চতুদিকে,  চর্মের ভাঁজে ভাঁজে এবং আঙ্গুলের ফাঁকে ফাঁকে চুলকানি। ভ্রু দাড়ি ও জননেন্দ্রিয়স্থানের চুল পড়িয়া যায়। আঙ্গুলের গাঁটে গাঁটে, দুই আঙ্গুলের মধ্যবর্তী স্থানে এবং হাতের তালুতে চুলকানি। আঙ্গুলের ফাঁকে ফাঁকে ফোস্কাকাল পীড়কা (রাস, এ্যানাকাডি), মদেময় গ্রন্থির অতি স্রাব, তৈলাক্ত ঘর্ম, চুলে জটা বাঁধা। মুখ-ব্রণ

হস্ত-পাদাদি : প্রাতে পৃষ্ঠের ও শিরাসমুহের স্পন্দন, বিশেষথঃ উদরগহ্বর স্পন্দনহেতু নিদ্রা ব্যাঘাত হয়। মধ্যরাত্রি পর্যন্ত জাগিয়া থাকে। অতি প্রহুয়ে এবং প্রত্যহ একই সময়ে জাগরিত হয়।

আরও পড়ুন –  যৌন রোগ (ধ্বজভঙ্গ)

উপচয়, উপশম : নিদ্রার পরে, গরম আবহাওয়ায়, সিঙ্কোনা, ব্যবহারে, বায়ু প্রবাহে, ও সঙ্গমে বৃদ্ধি।

সম্বন্ধ : পূর্বে বা পরে খাটে না -চায়না, মদ্য।

তুলনীয় : এগ্নাস, ক্যালাভ, সালফার, টেলুরি, ফস এসিড।

দোষঘ্ন : ইগ্নে, পালস।

মাত্রা : ৬ষ্ঠ হইতে ৩০শ শক্তি। যে ক্যান্সরে অস্ত্রোপাচার সম্ভব নয় তাহাতে কলোইভাল সেলিনিয়াম ইঞ্জেকশন করিবে, উহাতে বেদনা, অনিদ্রা,  ক্ষত এবং স্রাব কমাইয়া আনিবে।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev