সেন্না (Senna)
চলিত নাম – ক্যাসিয়া একুটিফোলিয়া (Cassia Acutifolia)
ডা: ইউলিয়াম বরিক।
শিশুদের শূলবেদায়, যখন উদর বায়ুপুর্ণ বোধ হয়, তখন বিশেষ উপযোগী। মুত্রে অক্স্যালিক এসিড, তৎসহ প্রচুর ইউরিয়া এবং আক্ষেপিক গুরুত্বের বৃদ্ধি। শরীর ভাঙ্গিয়া পরিয়াছে, অন্ত্রের নিশ্চেষ্টতাহেতু কোষ্ঠবদ্ধতা, পৈশিক দুর্বলতা এবং দেহের যবক্ষারজান বিশিষ্ট পদার্থের অভাব – এরুপ অবস্থায় সেন্না টনিক রুপে কাজ করিবে। রাত্রিকালে রক্ত ফুটিতে থাকে। মুত্র এসিটোন দেখা দেয়। শূলবেদনা ও উদরস্ফীতিসহ অবসাদ, মুর্চাভাব এবং কোষ্ঠবদ্ধতা।
মল : মলত্যাগের পূর্বে চিমটি কাটার ন্যায় বেদনাসহ পাতলা হরিদ্রাভ মল। সবুজাভ শ্লেম্মা, কিছুতেই বাহ্য শেষ হইল মনে হয় না (মার্ক)। ও পেট ফাঁপ। যকৃৎ বধিত ও স্পর্শকাতর, মল শক্ত ও কাল তৎসহ ক্ষধাহীনতা জিহ্বার লেপ, বিশ্রী আস্বাদ এবং দুর্বলতা।
মুত্র : মুত্রের আপেক্ষিক গুরুত্ব ও ঘনত্ব বর্ধিত। মুত্র নাইট্রোজেন ঘটিত পদার্থ, অক্স্যিালিক এসিড, ফসফেট এবং এসিটোন।
সম্ভন্ধ : তুলনীয় – ক্যালি কার্ব, জ্যালাপা।
দোষঘ্ন : নাক্স, ক্যামো।
মাত্রা : ৩য় হইতে ৬ষ্ঠ শক্তি।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।