শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০১:৪৮ পূর্বাহ্ন

সেনচুরিন – CENTURIN মস্তিষ্কের কর্মক্ষমতা ও স্মৃতিশক্তি বৃদ্ধিতে কার্যকরী

আরোগ্য হোমিও হল / ৫১ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪, ৭:১৮ অপরাহ্ন
সেনচুরিন – CENTURIN
সেনচুরিন – CENTURIN

সেনচুরিন – CENTURIN মস্তিষ্কের কর্মক্ষমতা ও স্মৃতিশক্তি বৃদ্ধিতে কার্যকরী

ক্যাটাগরি :  হারবাল ওষুধ

মেডিসিনের বিবরণ দেখুন

সেনচুরিন (CENTURIN)।

পেনিট্যাব

ব্যবহার : মস্তিষ্কের কর্মক্ষমতা ও স্মৃতিশক্তি বৃদ্ধিতে অনন্য হারবাল ওষুধ।

ঔষধের কার্যকারিতা :  খিঁচুনীরোধক, চর্মরোগ, ডায়রিয়া ও আমাশয় উপশমকারক, ডিমেনশিয়া প্রতিরোধক, দুশ্চিন্তা প্রশমক ও শান্তকারক, নিদ্রাকারক, পেশি শিথিলকারক ওষুধ, মস্তিষ্কের শক্তিবর্ধক, মাইগ্রেন এবং মাথাব্যথা নিবারক, রক্ত জমাটবদ্ধতা প্রতিরোধক, রক্তনালী সম্প্রসারক ইত্যাদি।

বায়ো কম্বিনেশন ২৫

 

সেনচুরিন (CENTURIN) ঔষধটি মস্তিষ্কে রক্ত সরবরাহ বৃদ্ধির মাধ্যমে মস্তিষ্কের কোষ-কলায় প্রয়োজনীয় পুষ্টি ও অনক্সিজেন সরবরাহ নিশ্চিত করে। সেনচুরিন মস্তিষ্কের খাদ্য হিসেবে কাজ করে। ইহা মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধির জন্য পর্যাপ্ত শক্তি সঞ্চয় করে রাখে। সেনচুরিন (CENTURIN) কাজের দক্ষতা, মনোযোগ, মস্তিষ্কের মটর নার্ভের কার্যকারিতা, ইন্দ্রিয়ের গ্রহণ ক্ষমতা ও সচেতনতা বৃদ্ধি করে।

আরও পড়ুন – আর ৫৪ (স্মৃতিশক্তির দুর্বল)

ঔষধের বর্ণনা: সেনচুরিন (CENTURIN) ঔষধটি বহুমূখী গুণসম্পন্ন হারবাল ওষুধ যা  সেনচুরিন (CENTURIN) ঔষধটি মস্তিষ্কের শক্তি ও কর্মক্ষমতা বৃদ্ধি করে, বার্ধক্যজনিত রোগ ও অকাল বার্ধক্য প্রতিরোধ করে এবং স্মৃতিশক্তি বৃদ্ধি করে।

আরও পড়ুন –  এইচ আর – ৯০ (স্মৃতিশক্তি বৃদ্ধিতে কার্যকর)

উপাদান: প্রতি ক্যাপসুলে আছে- Centella asiatica (থানকুনি) ২৫০ মিগ্রা ।এবং অন্যান্য উপাদান পরিমাণমত।

ঔষধটির নির্দেশনা : স্মরণশক্তি হ্রাস, বার্ধক্যজনিত অসুস্থতা, ডিমেনশিয়া (বুদ্ধিবৃত্তিক কর্মহীনতা), অনিদ্রা ও অস্থিরতা, চর্ম রোগ, অ্যালজাইর্মাস ডিজিজ (ভুলে যাওয়া), পারকিনসন্স সিনড্রোম, শিরার অকার্যকারিতা, ডায়রিয়া ইত্যাদি।

ঔষধ সেবনবিধি: ১-২ ক্যাপসুল দৈনিক ২ সকালে ও রাত্রে  অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।

পার্শ্ব প্রতিক্রিয়া : নির্ধারিত মাত্রায় সেবনে কোন উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া নেই।

আরও পড়ুন-   এন – ৫৪ (স্মৃতিশক্তি বৃদ্ধিতে কার্যকর)

বিশেষ সতর্কতা: শিশুদের নাগালের বাইরে রাখুন।

ঔষধ সংরক্ষণ: আলো-বাতাস থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন।

পরিবেশনা: প্রতি বাক্সে ব্লিস্টার প্যাকে ৫ X ১০ ক্যাপসুল।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev